Happy New Year 2021: প্রিয়জনকে স্মার্টফোন উপহার দেবেন ভাবছেন, তাহলে দেখতেই হবে এই তালিকা...
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
দেখে নিন ১০ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে সেরা কয়েকটি স্মার্টফোন
advertisement
1/7

Happy New Year 2021: আপনিও কি নতুন বছরে কাউকে সারপ্রাইজ গিফট দেওয়ার প্ল্যান করছেন? যদি হ্যাঁ তো স্মার্টফোন একটি ভাল অপশন। এই মুহূর্তে বাজারে বিভিন্ন রেঞ্জের স্মার্টফোন আছে। আজকের দিনে যেমন প্রিমিয়াম রেঞ্জের ফোনের চাহিদা বেড়েছে তেমনই বেড়েছে বাজেট ফোনের চাহিদা। কোনও স্মার্টফোন সেলফি সেন্ট্রিক তো কোনটির আবার ব্যাটারি খুব ভালো। দেখে নিন ১০ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে সেরা কয়েকটি স্মার্টফোনগুলি...
advertisement
2/7
Realme C15 - এই ফোনটির ৩জিবি র্যাম আর ৩২জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা। রিয়েলমি সি১৫ ফোন রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে মিডিয়াটেক হিলিও G35 প্রসেসর। ছবি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি আর ভিডিও কলিং এর জন্য র্যেচেহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ারের জন্য রয়েছে ৬০০০এমএএইচ ব্যাটারি।
advertisement
3/7
Xiaomi Redmi 9: রেডমি ৯ এর বেশ মডেল ৪জিবি + ৬৪ জিবি ভেরিয়েন্টর দাম ৮,৯৯৯ টাকা। আর দ্বিতীয় ভেরিয়েন্ট ৪জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের এর দাম ৯,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। রেডমি ৯ ফোনে ডুয়েল ক্যামেরা সেটআপ আছে। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। আবার সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও কলের জন্য আছে ৫ মেগাপিক্সেল AI ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনে পাবেন ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ৫০০০ এমএএইচ এর ব্যাটারি
advertisement
4/7
Realme Narzo 10A: নারজো ১০ এ তে রয়েছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস মিনি ড্রপ নচ ডিসপ্লে। এই ফোনে কোম্পনি মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর ব্যবহার করেছে। ফোনটি সাদা ও নীল রঙে পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য রিয়েলমি নারজো ১০ এ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে - ১২ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম ৮,৯৯৯ টাকা। আর টপ ভ্যারিয়েন্ট ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ৯,৯৯৯ টাকা।
advertisement
5/7
রিয়েলমি ৬ ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস আলট্রা স্মুথ ডিসপ্লে। এতে মিডিয়াটেক হেলিও জি৯০টি প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে আছে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। পাওয়ারের জন্য এতে ৩০ ওয়াট ফ্ল্যাশ চার্জারের সাথে ৪,৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনের পিছনে চারটি ক্যামেরা আছে - ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা আর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১৪,৯৯৯ টাকা।
advertisement
6/7
Samsung Galaxy M01s: স্যামসাং গ্যালাক্সি এম০১এস ফোনটির ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম ৯,৯৯৯ টাকা। ফোনে ৬.২ ইঞ্চি এইচডি প্লাস ইনফিনিটি ভি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে পাবেন মিডিয়াটেক হেলিও পি২২ প্রসেসর, ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। ছবি তোলার ফোনের পিছনে আছে ১৩ মেগাপিক্সেল আর ২ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ারের জন্য এতে রয়েছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি।
advertisement
7/7
Redmi Note 9 Pro: উবার-হিট মিড-রেঞ্জ ডিভাইস রেডমি নোট ৯ প্রো ফোনটির ৪জিবি র্যাম আর ৬৪জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৫,৯৯৯ টাকা ও ১৬,৯৯৯ টাকা। এই ফোনে ৬.৬৭ ইঞ্চি সিনেম্যাটিক ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ভিতরে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর। এই ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সঙ্গে ৫০২০ এমএএইচ ব্যাটারি পাবেন। এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ আছে - ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল আর ২ মেগাপিক্সেল। সেলফি আর ভিডিও ক্লিং এর জন্য ১৬ মেগাপিক্সেল ইন ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা রয়েছে।