১০ সেকেন্ডে ঘর ঠান্ডা! Haier-এর এই এসি বাজারে হিট, দাম কত?
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
নিজেদের নতুন Gravity Series এয়ার কন্ডিশনার বাজারে আনল Haier। যাঁরা মূলত স্মার্ট এবং স্টাইলিশ প্রযুক্তি চান, তাঁদের কথা মাথায় রেখেই এই সিরিজটি ডিজাইন করা হয়েছে।
advertisement
1/6

নিজেদের নতুন Gravity Series এয়ার কন্ডিশনার বাজারে আনল Haier। যাঁরা মূলত স্মার্ট এবং স্টাইলিশ প্রযুক্তি চান, তাঁদের কথা মাথায় রেখেই এই সিরিজটি ডিজাইন করা হয়েছে। এই সিরিজের এসি-তে রয়েছে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট) ভিত্তিক ক্লাইমেট কন্ট্রোল ফিচার।
advertisement
2/6
এর ডিজাইনের ক্ষেত্রেও রয়েছে বড় চমক। আর সেই ডিজাইনে স্থান পেয়েছে টেক্সটাইল ইনস্পায়ার্ড ফেব্রিক ফিনিশ। মোট ৭টি রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই সিরিজটি। আর এটাকেই ভারতের প্রথম AI Climate Control AC-র তকমা দেওয়া হয়েছে।
advertisement
3/6
রয়েছে এআই ফিচার, এই এসি হয়েছে স্মার্ট:Gravity Series AC-র মধ্যে AI Climate Assistant নামে একটি বিশেষ প্রযুক্তি প্রদান করা হয়েছে। এটি ব্যবহারকারীর অভ্যাস বুঝে নেয় এবং নিজে থেকেই কুলিং অ্যাডজাস্ট করে। এটি ইন্ডোর এবং আউটডোর টেম্পারেচার অ্যানালাইজ করে, যাতে ব্যবহারকারীকে বারবার সেটিংস পরিবর্তন করতে হয় না। এর পাশাপাশি AI Electricity Monitoring ফিচারও প্রদান করা হয়। যা HaiSmart App-এর মাধ্যমে ইলেকট্রিসিটি কনজাম্পশন সংক্রান্ত বিষয়ে তথ্য দেয়।
advertisement
4/6
দিন, ঘণ্টা, সপ্তাহ এবং মাসের হিসেবে ব্যবহারকারীরা নিজের ইলেকট্রিসিটি ট্র্যাক করতে পারেন। এরপর এনার্জি সংক্রান্ত লক্ষ্য সেট করতে পারেন।রয়েছে AI ECO Mode নামে একটি ফিচারও। যা ঘরে মানুষের উপস্থিতি এবং তাঁদের কার্যকলাপের ভিত্তিতে তাপমাত্রা ও টন ক্যাপাসিটি অ্যাডজাস্ট করে। যা বিদ্যুৎ সাশ্রয় করে এবং ঘরের ঠান্ডা ভাব বজায় রাখে।
advertisement
5/6
পারফরম্যান্স এবং প্রযুক্তিতে শক্তিশালী:Gravity Series-এর Supersonic Cooling ফিচার দুর্দান্ত। এটি মাত্র ১০ সেকেন্ডেই প্রবল ঠান্ডা হাওয়া ঘরে ছড়িয়ে দিতে পারে। যা সাধারণ এসি-র তুলনায় ২০ গুণ দ্রুত। যখনই সেট করা তাপমাত্রায় তা পৌঁছে যায়, নিজে থেকেই এসি এনার্জি সেভিং মোডে চলে যায়। Frost Self-Clean Technology ব্যবহার করে এসি নিজে নিজেই ২১ মিনিটে ক্লিন করে। যা ৯৯.৯ শতাংশ শুদ্ধ বাতাস নিশ্চিত করে। এর পাশাপাশি Hexa Inverter Technology-তে রয়েছে ড্যুয়াল DC কম্প্রেসর, ফুল DC ইনর্ভাটার এবং PID, A-PAM-এর মতো স্মার্ট কন্ট্রোল সিস্টেম। যা ±0.১°সেলসিয়াসের টেম্পারেচার অ্যাকিউরেসি নিশ্চিত করে।
advertisement
6/6
ডিজাইন দেখার মতো, আর পারফরম্যান্সও শক্তিশালী:Intelli Convertible 7-in-1 মোডের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের সুবিধামতো সাতটি আলাদা কুলিং মোডে স্যুইচ করতে পারবেন। যা বিদ্যুৎ সাশ্রয় করে। এই এসি ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম তাপমাত্রায় দারুণ পারফর্ম করতে পারে। Hyper PCB-তে থাকে ফায়ার রেজিস্ট্যান্ট মেটেরিয়াল এবং স্মার্ট সেন্সর। যা প্রত্যেক মরশুমে স্টেবল কুলিং বিকল্প প্রদান করে। এর TURBO Mode প্রায় ২০ মিটার দূরে বাতাস নিক্ষেপ করতে পারে। যা বড় ঘরে অনায়াসে ঠান্ডা ছড়িয়ে দেয়।