TRENDING:

Hacking: ফোনে কথা বলার সময় এই ৩টি ভুল করলেই সর্বনাশ! চুরি হয়ে যেতে পারে ব্যাঙ্কের সব টাকা!

Last Updated:
Hacking: ফোনে কথা বলার সময় এই কাজ ভুলেও করবেন না! ব্যাঙ্কের সব টাকা চুরি হয়ে যাবে!
advertisement
1/8
ফোনে কথা বলার সময় এই ৩টি ভুল করলেই সর্বনাশ! চুরি হয়ে যাবে ব্যাঙ্কের সব টাকা!
আজকাল আমরা প্রতিদিনই হ্যাকিং সংক্রান্ত কিছু না কিছু খবর শুনতে পাই। প্রতারকরা ক্রমাগত নতুন নতুন কৌশল নিয়ে আসে, যাতে নতুন ভাবে হ্যাকিং করা যায়। আমরা ইন্টারনেট জগতের সব কিছুর উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি যে, এটি ছাড়া এখন কোনও কাজই করা যায় না। তাই কেউ হ্যাকিংয়ের শিকার যাতে না হন, তার জন্য কিছু জিনিস বিশেষ ভাবে মনে রাখা উচিত।
advertisement
2/8
বর্তমানে হ্যাকাররা এতটাই চতুর হয়ে উঠছে যে, তারা সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য এবং ফোন করে টাকা আদায় করতে কোনও কসরতই বাকি রাখে না।photo source collected
advertisement
3/8
সম্প্রতি এমন অনেক ঘটনা সামনে এসেছে। যেখানে ফোনে কথা বলা অবস্থায় ব্যবহারকারীর অ্যাকাউন্ট খালি হয়ে গিয়েছে। অতএব যাঁরা হ্যাকিংয়ের মতো অপ্রীতিকর ঘটনা এড়াতে চান, তাঁদের কল করার সময় কিছু জিনিসের বিশেষ যত্ন নিতে এবং এই ৩টি ভুল তো একেবারেই করা চলবে না।photo source collected
advertisement
4/8
অনেক ক্ষেত্রে ফোন কলের সময় হ্যাকাররা এমন ভাবে কল করে যেন তারা ব্যাঙ্কের কর্মচারী বা কর্মকর্তা। আর কলের সময় তারা ব্যবহারকারীকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলার ভান করে। কিন্তু ভুল করেও এই কাজটি করা উচিত নয়। photo source collected
advertisement
5/8
যখনই কেউ ফোনে থাকা অবস্থায় কোনও অ্যাপ ইনস্টল করতে বলবেন, তখন তা একেবারেই করা উচিত নয়। কারণ এই অ্যাপগুলি হল ভিপিএন অ্যাপ। যার মাধ্যমে হ্যাকাররা ফোনের সম্পূর্ণ অ্যাক্সেস নিয়ে নেয় এবং নিজেরাই নিয়ন্ত্রণ করে।photo source collected
advertisement
6/8
ফোন কলের সময় হ্যাকাররা প্রায়ই মেসেজ পাঠায় এবং এতে দেওয়া লিঙ্কে ক্লিক করতে বলে। এমনটাও করা উচিত নয়। কারণ মেসেজে দেওয়া লিঙ্কটি ভুয়ো হতে পারে এবং এর মাধ্যমে কোনও হ্যাকার ফোন অ্যাক্সেস করতে পারে। আর এতে ডেটার সুরক্ষাও কমে যায়।photo source collected
advertisement
7/8
কল চলাকালীন অনেক সময় হ্যাকাররা বলে যে, যদি প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নেওয়া হয়, তাহলে একটি সেটিং বন্ধ করতে হবে। সেটিংটি বন্ধ করতে হ্যাকার ফোনে নিজেই নেটব্যাঙ্কিং বা ব্যাঙ্কের অ্যাপ খুলতে বলে, যাতে ধাপে ধাপে গাইড করা যায় এবং সেটিং পরিবর্তন করা যায়। তবে ব্যবহারকারীদের এই জাতীয় বিষয়ে জড়ানোর দরকার নেই।photo source collected
advertisement
8/8
কারণ প্রতারকরা এর মাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক করার জন্য যথাসাধ্য চেষ্টা করে এবং সাধারণ একটি ভুলের কারণে অ্যাকাউন্টের সমস্ত অর্থ হ্যাকারের হাতে চলে যায়। তাই এমন ভুল কখনওই করা উচিত নয়।photo source collected
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Hacking: ফোনে কথা বলার সময় এই ৩টি ভুল করলেই সর্বনাশ! চুরি হয়ে যেতে পারে ব্যাঙ্কের সব টাকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল