TRENDING:

Hackers Alert: এখনই আপডেট করুন Windows! ব্যবহারকারীদের জন্য সতর্কতা জারি! স্ক্যামাররা যখন তখন করতে পারে হ্যাক

Last Updated:
Hackers Alert: Windows ও Microsoft Office-এ গুরুতর নিরাপত্তা ত্রুটি নিয়ে সতর্কতা জারি করল CERT-In। হ্যাকাররা এই ত্রুটি কাজে লাগিয়ে সিস্টেম হ্যাক করতে পারে। Microsoft-এর তরফে আপডেট প্রকাশিত হয়েছে, এখনই সিস্টেম ও অ্যাপ আপডেট করুন এবং সুরক্ষিত থাকুন।
advertisement
1/8
এখনই আপডেট করুন Windows! ব্যবহারকারীদের জন্য সতর্কতা জারি! যখন তখন করতে পারে হ্যাক
যাঁরা Windows কম্পিউটার অথবা Microsoft Office ব্যবহার করেন, তাঁদের জন্য একটি বড়সড় সতর্কতা জারি করা হল। আসলে ভারত সরকারের সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট CERT-In-এর তরফে চলতি বছরের জুলাই মাসে একটি বড়সড় সিকিউরিটি রিস্কের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। এর জন্য কোটি কোটি ব্যবহারকারীকে সতর্ক থাকতে হবে। কারণ ইতিমধ্য়েই প্রকাশ্যে এসেছে যে, বেশ কিছু Windows এবং Microsoft প্রোডাক্টের মধ্যে গুরুতর নিরাপত্তাজনিত ত্রুটি পাওয়া গিয়েছে।
advertisement
2/8
CERT-In এর রিপোর্ট অনুযায়ী, Microsoft-এর প্রোডাক্টগুলিতে বেশ কিছু নিরাপত্তাজনিত ত্রুটি পাওয়া গিয়েছে। আর এই ত্রুটিগুলিকে কাজে লাগিয়ে হ্যাকাররা ব্যবহারকারীর সিস্টেমকে হ্যাক করতে পারে। সেই সতর্কতায় বলা হয়েছে যে, এই সমস্ত ত্রুটির কারণে হ্যাকাররা ব্যবহারকারীদের ডিভাইসের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারে। শুধু তা-ই নয়, তারা সংবেদনশীল তথ্যও চুরি করতে পারে এবং রিমোট কোড কার্যকর করে আক্রমণও চালাতে পারে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে সিস্টেম সেটিংস পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে এবং ডিনায়াল অফ সার্ভিস (DoS) অ্যাটাকও করতে পারে হ্যাকাররা।
advertisement
3/8
সহজ কথায় বলতে গেলে, হ্যাকাররা যদি এই দুর্বলতা বা ত্রুটিগুলিকে কাজে লাগায়, তাহলে তারা ব্যবহারকারীর PC-র ক্ষতি করতে পারে, ডেটা চুরি করতে পারে, এমনকী সিস্টেম ক্র্যাশও করিয়ে দিতে পারে।
advertisement
4/8
কারা বিপদের আওতায় রয়েছেন? CERT-In বলেছে যে, এই ত্রুটিগুলি কেবল Windows-এর মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং বেশ কিছু Microsoft প্রোডাক্টও এই ঝুঁকির আওতায় রয়েছে। এর মধ্যে অন্যতম হল - Microsoft Windows, Microsoft Office (Word, Excel, PowerPoint), Microsoft Dynamics, Edge ব্রাউজার, Azure ক্লাউড প্ল্যাটফর্ম, SQL Server, Developer Tools এবং System Center।
advertisement
5/8
যাঁরা ব্যক্তিগত ল্যাপটপ কিংবা বড় কোম্পানির ল্যাপটপ ব্যবহার করেন, তাঁরা যদি  Microsoft-এর সিস্টেম অথবা অ্যাপ ব্যবহার করেন, তাহলে তাঁরা এই বিপদের মুখে পড়বেন।
advertisement
6/8
কীভাবে নিরাপদ থাকবেন? এই ত্রুটিগুলি সমাধানের জন্য ইতিমধ্যেই সিকিউরিটি আপডেট প্রকাশ করেছে Microsoft। সংস্থার তরফে বলা হয়েছে যে, এখনও পর্যন্ত বৃহৎ পরিসরে এই ত্রুটিগুলির অপব্যবহার  হয়নি, তবে সিস্টেমটি আপডেট করা প্রয়োজন।
advertisement
7/8
Windows আপডেট করা আবশ্যক:১. প্রথমে সেটিংসে যেতে হবে।২.  Update & Security-তে ক্লিক করতে হবে। আর লেটেস্ট আপডেট ইনস্টল করতে হবে।৩. অটো-আপডেট অন করতে হবে, যাতে প্রতিটি নতুন প্যাচ স্বয়ংক্রিয় ভাবে ইনস্টল হয়ে যায়।৪. আপডেট করার পরে সিস্টেমটি রিস্টার্ট করতে হবে।
advertisement
8/8
যাঁরা Microsoft Office অথবা Azure-এর মতো পরিষেবা ব্যবহার করেন, তাঁদের আপডেট চেক করতে হবে। কারণ আপডেট না করা হলে হ্যাকাররা ব্যবহারকারীর সিস্টেম হ্যাক করতে পারে এবং ডেটাও চুরি করে নিতে পারে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Hackers Alert: এখনই আপডেট করুন Windows! ব্যবহারকারীদের জন্য সতর্কতা জারি! স্ক্যামাররা যখন তখন করতে পারে হ্যাক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল