TRENDING:

GST Reduction On AC: ৩৫ হাজার টাকার এসি, দাম কমে কত হবে এবার? পুজোর মুখে গ্রাহকদের জন্য বিরাট সুখবর

Last Updated:
GST Reduction On AC: জিএসটি কাউন্সিল আগে এসি-তে ২৮ শতাংশ জিএসটি ধার্য করত। সেটা এখন কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। নতুন হার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। নতুন এসি কিনতে চাইলে এখনই সেরা সময়।
advertisement
1/7
৩৫ হাজার টাকার এসি, দাম কমে কত হবে এবার? জিএসটি কমল, এখনই সেরা সময়
এসি কেনার কথা ভাবেন অনেকেই। তবে এসি মানেই প্রচুর বিদ্যুৎ খরচ। আর দামও নেহাত কম নয়। তাই কেনার ভাবনা থাকলেও পিছিয়ে আসেন অনেকে। তবে আর চিন্তার কিছু নেই। এসির দাম এবার অনেকটা কমতে চলেছে।
advertisement
2/7
৩৫ হাজার টাকার এসি, দাম কমে কত হবে এবার? জিএসটি কমল, এখনই সেরা সময়
এসি, রেফ্রিজেরেটর, টিভি, ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশারের মতো একাধিক ইলেকট্রনিক্স পণ্যে জিএসটি হার কমেছে। ২৮ শতাংশ থেকে কমে তা হয়েছে ১৮ শতাংশ। উৎসবের মরশুমে এই সব পণ্যের বিক্রি বৃদ্ধির আশা করছেন অনেকে।
advertisement
3/7
জিএসটি কাউন্সিল আগে এসি-তে ২৮ শতাংশ জিএসটি ধার্য করত। সেটা এখন কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। নতুন হার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। নতুন এসি কিনতে চাইলে এখনই সেরা সময়।
advertisement
4/7
এমনিতেই এসি এখন প্রয়োজনীয় পণ্যের মধ্যেই পড়ে। যে হারে দেশে গরম বাড়ছে তাতে অনেকেই এসি কেনার দিকে ঝুঁকছেন। ফলে এবার থেকে এসি কিনতে গেলে গ্রাহকরা অনেকটাই স্বস্তি পাবেন। এবার জেনে নেওয়া যাক, এসির দাম কতটা কমতে পারে। আজ আমরা আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব।
advertisement
5/7
Lloyd 1.5 Ton 3 Star Inverter Split AC অ্যামাজনে বর্তমানে ৩৪,৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে। ২৮% জিএসটি হারে। নতুন হারে ১৮% জিএসটি প্রয়োগের পর এই এসির দাম হতে পারে প্রায় ৩১,৮০৪.৬৯ টাকা। অর্থাৎ বুঝতেই পারছেন, কত টাকা আপনি সাশ্রয় করতে পারবেন!
advertisement
6/7
Whirlpool 1.5 Ton 3 Star Magicool Inverter Split AC বর্তমানে অ্যামাজনে ৩২,৪৯০ টাকায় পাবেন। নতুন জিএসটি হারে অর্থাৎ ১৮% প্রযোজ্য হলে এই এসির দাম হতে পারে প্রায় ২৯,৯৬৪.৯৩ টাকা হবে।
advertisement
7/7
Blue Star 1.5 Ton 3 Star Split AC এখন অ্যামাজনে ৩৫,৯৯০ টাকায় পাবেন। জিএসটিতে ২৮% থেকে ১৮% কমলে এই মডেলের দাম হতে পারে প্রায় ৩২,২৫৫.৪১ টাকা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
GST Reduction On AC: ৩৫ হাজার টাকার এসি, দাম কমে কত হবে এবার? পুজোর মুখে গ্রাহকদের জন্য বিরাট সুখবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল