TRENDING:

GST Reduction On AC : AC কিনে ফেলেছেন? আরেকটু অপেক্ষা করলে....জানেন একটা এসির দাম এখন কত টাকা কমল?

Last Updated:
GST Reduction On AC : এসি, রেফ্রিজেরেটর, টিভি, ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশারের মতো একাধিক ইলেকট্রনিক্স পণ্যে জিএসটি হার কমেছে। ২৮ শতাংশ থেকে কমে তা হয়েছে ১৮ শতাংশ। উৎসবের মরশুমে এই সব পণ্যের বিক্রি বৃদ্ধির আশা করছেন অনেকে।
advertisement
1/5
AC কিনে ফেলেছেন? আরেকটু অপেক্ষা করলে....একটা এসির দাম এখন কত টাকা কমল জানেন?
এটাই হচ্ছে এসি কেনার সব থেকে ভাল সময়। জিএসটি কমায় এসির দাম কিন্তু অনেকটাই কমে গেল। ফলে এখন একটা এসি কিনতে হলে আগের থেকে অনেক কম দাম দিতে হবে।
advertisement
2/5
AC কিনে ফেলেছেন? আরেকটু অপেক্ষা করলে....একটা এসির দাম এখন কত টাকা কমল জানেন?
এসি, রেফ্রিজেরেটর, টিভি, ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশারের মতো একাধিক ইলেকট্রনিক্স পণ্যে জিএসটি হার কমেছে। ২৮ শতাংশ থেকে কমে তা হয়েছে ১৮ শতাংশ। উৎসবের মরশুমে এই সব পণ্যের বিক্রি বৃদ্ধির আশা করছেন অনেকে।
advertisement
3/5
ইনডাস্ট্রি এক্সপার্টরা বলছেন, এয়ার কন্ডিশনার, লার্জ স্ক্রিন টেলিভিশন ইত্যাদির দাম ৮ থেকে ৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। এর জেরে ৪৩ ইঞ্চি টেলিভিশনের দাম ২ হাজার টাকা পর্যন্ত কমতে পারে। এয়ার কন্ডিশনারের দাম কমতে পারে প্রায় সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকা মতো। কোন মডেলের এসি কিনছেন তার উপরও নির্ভর করবে দাম। ফলে এবার এসির দাম বাড়তে পারে অনেকটাই।
advertisement
4/5
বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, এবার দেশে এসি-র বিক্রি ৯ থেকে ১০ শতাংশ হারে বাড়তে পারে। ফলে এখন এসি কেনার ক্ষেত্রে বাড়়ত সুবিধা পেতে পারেন গ্রাহকরা।
advertisement
5/5
এমনিতেই এসি এখন প্রয়োজনীয় পণ্যের মধ্যেই পড়ে। যে হারে দেশে গরম বাড়ছে তাতে অনেকেই এসি কেনার দিকে ঝুঁকছেন। ফলে এবার থেকে এসি কিনতে গেলে গ্রাহকরা অনেকটাই স্বস্তি পাবেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
GST Reduction On AC : AC কিনে ফেলেছেন? আরেকটু অপেক্ষা করলে....জানেন একটা এসির দাম এখন কত টাকা কমল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল