TRENDING:

আপনার মোবাইলে নেই তো এই ৩টি জনপ্রিয় অ্যাপ, সর্বনাশ হওযার আগে এখনই করুন ডিলিট

Last Updated:
এই সব অ্যান্ড্রয়েড অ্যাপে রয়েছে সিকিউরিটি রিস্ক, জানাচ্ছে সমীক্ষা!
advertisement
1/7
আপনার মোবাইলে নেই তো এই ৩টি জনপ্রিয় অ্যাপ, সর্বনাশ হওযার আগে এখনই করুন ডিলিট
শুনতে অবাক লাগলেও এটা শতকরা একশো ভাগ সত্যি যে সিকিউরিটি রিস্ক রয়েছে, এমন অ্যান্ড্রয়েড অ্যাপের (Android App) তালিকা নেহাত কম নয়। এবং এর প্রায় সবক'টাই টেক্সটিং অ্যাপ।
advertisement
2/7
স্যান্ডব্লাস্ট মোবাইলের তরফে চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই নিয়ে একটি সমীক্ষা করা হয়েছিল। সেই সমীক্ষাতেই উঠে এসেছে এই আতঙ্কে ফেলে দেওয়ার মতো তথ্য। যে সব অ্যাপের ব্যবহার সম্পর্কে এখনই সচেতন হওয়া প্রয়োজন, তার তালিকায় উঠে এসেছে Grindr, OKCupid, Viber-এর মতো জনপ্রিয় অ্যাপের নাম।
advertisement
3/7
যদি বিশেষ করে এই তিনটি অ্যাপের দিকেই নজর দিতে হয়, তা হলে দেখা যাচ্ছে যে তার মধ্যে প্রধান দু'টিই হল ডেটিং অ্যাপ। ডেটিং অ্যাপের মাধ্যমে ফোনে ভাইরাস ঢুকতে পারে, ফোনের স্পিড কম হয়ে যায়- এ রকম অনেক ধারণাই প্রচলিত আছে। আশঙ্কা আছে সিকিউরিটি ইস্যু নিয়েও। সে দিক থেকে দেখলে স্যান্ডব্লাস্ট মোবাইলের তরফে সংগঠিত হওয়া এই সমীক্ষা সব আশঙ্কাকেই সত্যি বলে প্রমাণ করছে!
advertisement
4/7
কিন্তু ঠিক কেন এই অ্যাপগুলি ব্যবহার করার ক্ষেত্রে সিকিউরিটি রিস্ক (Security Risk) থাকার কথা উল্লেখ করেছে স্যান্ডব্লাস্ট মোবাইলের সমীক্ষা?
advertisement
5/7
স্যান্ডব্লাস্ট মোবাইলের এই সমীক্ষা এ ক্ষেত্রে অ্যাপগুলির দুর্বলতার দিকটিতেই আঙুল তুলেছে। তাদের দাবি- এই অ্যাপগুলোর বেশির ভাগই Google Play Core Library-র একটা খুব দুর্বল ভার্সন ব্যবহার করে থাকে। ফলে কোনও অ্যাটাকার যদি ইউজারের ব্যক্তিগত তথ্য জানতে চায়, তার পক্ষে কোড একজিকিউশন (Code Execution) করাটা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠবে না!
advertisement
6/7
সমীক্ষা আরও জানিয়েছে যে ইন-অ্যাপ আপডেট, ইন-অ্যাপ রিভিউ, অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ রিসোর্স ডাউনলোড- এই প্রতিটি বিষয়ের সঙ্গেই এই সব অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে সিকিউরিটি রিস্কের বিষয়টি আরও বেশি পরিমাণে প্রবল হয়ে ওঠে।
advertisement
7/7
এই জায়গায় এসে আরও একটি তথ্য না জানিয়ে রাখলেই নয়! খবর বলছে যে এই দুর্বলতা সংক্রান্ত বিষয়গুলো যাতে না ঘটে, সে জন্যে চলতি বছরের এপ্রিল মাসেই Google Play Store থেকে প্রয়োজনীয় আপডেট গ্রহণ করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এই সব অ্যাপ-নির্মাতা সংস্থাগুলো সেই আপডেট নিজেদের অ্যাপে প্রয়োগ করে উঠতে পারেনি।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
আপনার মোবাইলে নেই তো এই ৩টি জনপ্রিয় অ্যাপ, সর্বনাশ হওযার আগে এখনই করুন ডিলিট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল