TRENDING:

SIM Card: এক-দুই নয়, ১৮ লাখ মোবাইল সিম কার্ড বাতিল হতে চলেছে!

Last Updated:
SIM Card: এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নেটওয়ার্ক সম্পূর্ণ ভাবে বিছিন্ন করা ৷
advertisement
1/7
এক-দুই নয়, ১৮ লাখ মোবাইল সিম কার্ড বাতিল হতে চলেছে!
সাইবার ক্রাইম ও অনলাইন ফ্রডের উপর রাশ টানতে আসছে কড়া নিয়ম ৷ প্রায় ১৮ লক্ষ সিম কার্ডের কানেকশন বাতিল করা হবে ৷ চলছে লক্ষ লক্ষ টাকার ফ্রড ৷ এবার দেশের নাগরিকদের সাইবার ফ্রডের হাত থেকে বাঁচাতে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ ৷
advertisement
2/7
এর আগে টেলিকম সার্ভিস অপারেটর্সদের (TSPs) ২৮২০০ মোবাইল হ্যান্ডসেট ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ এবং পাশাপাশি সংশ্লিষ্ট ২০ লাখের বেশি কানেকশন পুনরায় যাচাই করার নির্দেশ জারি করা হয়েছে ৷
advertisement
3/7
তদন্তে জানা গিয়েছে, একটি মোবাইল হ্যান্ডসেটে কয়েক হাজার মোবাইল সিম ব্যবহার করা হয় ৷ সাধারণত সাইবার ফ্রডের ক্ষেত্রে একটি সিম থেকে কয়েকটি আউটগোয়িং কল করার পর সিম বদল করে দেওয়া হয় ৷
advertisement
4/7
ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী, সাধারণত সিম কার্ডের ক্ষেত্রে কেবল ১০ শতাংশ কানেকশন যাচাই করা হয় এবং বাকিগুলো ডিসকানেক্টেড হয়ে যায় ৷
advertisement
5/7
এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নেটওয়ার্ক সম্পূর্ণ ভাবে বিছিন্ন করা এবং নাগরিকদের এরকম প্রতারণা থেকে সুরক্ষিত রাখা ৷
advertisement
6/7
সাইবার ফ্রড রুখতে গত বছর প্রায় ২ লাখ সিম বাতিল করা হয়েছিল ৷ শুধু মাত্র হরিয়ানার মেওয়াতে, সরকার সম্পূর্ণ তদন্তের পরে এক সাথে ৩৭০০০-টিরও বেশি সিম কার্ড বন্ধ করে দিয়েছে।
advertisement
7/7
সরকার বিশ্বাস করে যে টেলিকম সংস্থাগুলিকে সিমের ব্যবহারের প্যাটার্ন সনাক্ত করতে আরও সক্রিয় হতে হবে, বিশেষ করে যেগুলি বাড়ির বাইরের সার্কেলে কেনা হয়।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
SIM Card: এক-দুই নয়, ১৮ লাখ মোবাইল সিম কার্ড বাতিল হতে চলেছে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল