TRENDING:

In-Flight Wi-Fi: ঘরোয়া বিমানে এবার মিলবে ওয়াইফাই-এর সুবিধা, নতুন নিয়ম জারি করল DoT

Last Updated:
In-Flight Wi-Fi: নতুন নিয়ম লাগু হওয়ার পর এখন এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেটের মতো ভারতীয় এয়ারলাইন্স সংস্থাগুলি ঘরোয়া বিমানেও যাত্রীদের এই পরিষেবা দিতে পারবে।
advertisement
1/7
ঘরোয়া বিমানে এবার মিলবে ওয়াইফাই-এর সুবিধা, নতুন নিয়ম জারি করল DoT
সমুদ্র ও বিমানে ওয়াইফাই কানেকশন নিয়ে নতুন নিয়ম জারি করল ইন্ডিয়ান ডিপার্টমেন্ট অফ টেলি কমিউনিকেশনস বা ডট। নতুন নিয়মে কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। সেগুলো মেনেই ইন্টারনেট ব্যবহার করতে হবে যাত্রীদের।
advertisement
2/7
মনে করা হচ্ছে, নতুন নিয়ম লাগু হওয়ার পর এখন এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেটের মতো ভারতীয় এয়ারলাইন্স সংস্থাগুলি ঘরোয়া বিমানেও যাত্রীদের এই পরিষেবা দিতে পারবে। উল্লেখযোগ্য বিষয় হল, বর্তমানে শুধুমাত্র ভিস্তারা আন্তর্জাতিক বিমানই যাত্রীদের ইন-ফ্লাইট ওয়াইফাই পরিষেবা দিয়ে থাকে।
advertisement
3/7
২৮ অক্টোবর প্রকাশিত ই-গেজেটে ওয়াইফাই কানেকশন সম্পর্কিত নিয়ম পরিবর্তনের ঘোষণা করেছে ইন্ডিয়ান ডিপার্টমেন্ট অফ টেলি কমিউনিকেশনস বা ডট। নতুন নিয়মে ২০১৮ সালের ফ্লাইট এবং মেরিটাইম কানেক্টিভিটি রুলস সংশোধন করা হয়েছে। রুল ৯-এর সাব রুল (২) সংশোধন করে বলা হয়েছে, “সাব রুল (১)-এ উল্লেখিত ভারতীয় আকাশসীমার ন্যূনতম উচ্চতায় যদি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অনুমতি দেওয়া হয় তাহলে বিমানে ওয়াইফাই-এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যাত্রীরা।”
advertisement
4/7
উল্লেখ্য, সাব রুল (১) অনুযায়ী, ভারতীয় আকাশসীমায় বিমান যাত্রীরা ন্যূনতম ৩,০০০ মিটার উচ্চতায় ওয়াইফাই-এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। আসলে মাটিতে মোবাইল এবং ব্রডব্যান্ড কানেকশনের সঙ্গে ইন ফ্লাইট কানেকশনে হস্তক্ষেপ এড়াতে এই নিয়মটি যুক্ত করা হয়েছিল।
advertisement
5/7
বিশেষজ্ঞদের অনুমান, বিমান সংস্থা এবং নেটওয়ার্ক প্রদানকারী প্রতিষ্ঠানগুলি এই নিয়মে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেনি, সেই কারণেই যাত্রীরাও এই পরিষেবা পেতেন না। আবার কিছু ক্ষেত্রে বিমান প্রয়োজনীয় উচতায় ওঠার পরেও ইন ফ্লাইট নেটওয়ার্ক গ্রাউন্ড-বেসড সিস্টেমের জন্য সমস্যা তৈরি করতে পারে বলে হয়ত এই পরিষেবা চালু করা সম্ভব হয়নি।
advertisement
6/7
যাইহোক, নতুন নিয়মকে ‘ফ্লাইট অ্যান্ড মেরিটাইম কানেকটিভিটি (অ্যামেন্ডমেন্ট) রুলস, ২০২৪’ নাম দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান ডিপার্টমেন্ট অফ টেলি কমিউনিকেশনস বা ডট। দফতরের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ট্যুইট করে নিয়ম পরিবর্তনের কথা জানানো হয়েছে। পোস্টে লেখা হয়েছে, “ফ্লাইট এবং মারিটাইম কানেকটিভিটি নিয়ম সংশোধন করা হয়েছে যাতে বিমান চলাকালীন ওয়াইফাই-এর মাধ্যমে ইন্টারনেট কানেকশন পাওয়া যায়।”
advertisement
7/7
বর্তমানে ভারতীয় এয়ারলাইন্সগুলির মধ্যে একমাত্র ভিস্তারা-ই আন্তর্জাতিক বিমানে যাত্রীদের ইন-ফ্লাইট ওয়াইফাই পরিষেবা দেয়। এই পরিষেবা বোয়িং 787-9 ড্রিমলাইনার এবং এয়ারবাস A321neo বিমানে পাওয়া যায়। নির্ধারিত রুটে ২০ মিনিটের জন্য এই কানেকশন দেওয়া হয়। এর বেশি ব্যবহার করতে চাইলে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি দিতে হয় যাত্রীদের।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
In-Flight Wi-Fi: ঘরোয়া বিমানে এবার মিলবে ওয়াইফাই-এর সুবিধা, নতুন নিয়ম জারি করল DoT
Open in App
হোম
খবর
ফটো
লোকাল