Google Play Store: প্লে-স্টোর থেকে ১৫ লক্ষ অ্যাপ সরাল গুগল, সাবধান! আপনার ফোনে নেই তো এই সব অ্যাপ? থাকলে সঙ্গে সঙ্গে ডিলিট করুন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:Trending Desk
Last Updated:
Google Play Store: ২০২৪ সালে Play Store থেকে প্রায় ১৫ লক্ষেরও বেশি অ্যান্ড্রয়েড অ্যাপ সরিয়ে দিয়েছে Google। এর ফলে এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা নিরাপদ বোধ করছেন।
advertisement
1/6

Google এবং খারাপ অ্যাপ যেন এক চিরস্থায়ী সমস্যা হয়ে উঠেছে। কিন্তু ধীরে ধীরে ওই সংস্থা খারাপ অ্যাপ থেকে মুক্তি পাচ্ছে। ২০২৪ সালে Play Store থেকে প্রায় ১৫ লক্ষেরও বেশি অ্যান্ড্রয়েড অ্যাপ সরিয়ে দিয়েছে Google। এর ফলে এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা নিরাপদ বোধ করছেন। বেশিরভাগ ব্যবহারকারীই বলবেন যে, বেশি অ্যাপ থাকলে এটাই দেখাবে যে, কীভাবে Google একটি ইকোসিস্টেম এবং ডেভেলপার্স হিসেবে গড়ে উঠছে।
advertisement
2/6
কিন্তু কোয়ালিটি চেকের নমনীয়তার কারণে যদি অ্যাপের সংখ্যা বেশি হওয়াটা আসলেই খারাপ হয়? হ্যাঁ, Google এই লো-কোয়ালিটি অ্যাপই সরিয়ে নিচ্ছে। দেখা যাচ্ছে যে, এর মধ্যে ১৬ লক্ষেরও বেশি অ্যাপ Play Store জায়গা দখল করে নিয়েছিল এবং এত বছর ধরে কোটি কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সেগুলি ব্যবহারও করেছেন।
advertisement
3/6
কমে গিয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপ, ব্যবহারকারীরা কি তাহলে নিরাপদ? নিজেদের ডেভেলপার পলিসি নিয়ে আরও কঠোর হচ্ছে Google। যা অ্যান্ড্রয়েডকে সাহায্যের জন্য রয়েছে। ফলে অ্যাপগুলির জন্য সুরক্ষার আধার হয়ে উঠছে এটি। সঙ্গে ব্যবহারকারীদের অভিজ্ঞতাও উন্নত হতে চলেছে। লো-কোয়ালিটি অ্যাপ থাকার অর্থ হল, এর নিরাপত্তার মাত্রা নিয়ে উদ্বিগ্ন ব্যবহারকারীরা। শুধু তা-ই নয়, এগুলি কীভাবে কাজ করে এবং কত সময়ে তা আপডেট নিচ্ছে, সেটা নিয়েও উদ্বেগ থাকে ব্যবহারকারীদের।
advertisement
4/6
এইগুলিকে মুছে ফেলতে সঠিক সূত্র পেয়ে গিয়েছে Google। সেই কারণে এখন Play Store-এ অ্যাপের সংখ্যা ৩৪ লক্ষ থেকে প্রায় অর্ধেক পরিমাণ কমে গিয়ে ১৮ লক্ষে এসে ঠেকেছে। টেক সংস্থাগুলি আবার বিভিন্ন ক্ষেত্রে কড়া নিয়মের মুখোমুখি হচ্ছে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে, যেখানে ডেটা ইউসেজ এবং মেথড প্রকাশ করা বাধ্যতামূলক।
advertisement
5/6
এআই-এর প্রভাব: এই পরিবর্তনগুলি আবার Google-এর অনুকূলে কাজ করেছে। কারণ স্ক্রুটিনি এড়িয়ে চলার জন্য ডেভেলপাররা নিজেদের অ্যাপ রিমুভ করে দিচ্ছে। সংস্থার তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, হিউম্যান রিভিউয়ার এবং এআই ব্যবহার করার ফলে এর চেকিং সিস্টেম উন্নত হয়েছে। সেই কারণে ২৩ লক্ষেরও বেশি অ্যাপ Play Store-এ ব্লক করা হয়েছে। এমনকী বহু ডেভেলপারকেই এই প্ল্যাটফর্মে নিষিদ্ধ করা হচ্ছে।
advertisement
6/6
এই প্রকাশিত পরিসংখ্যাগুলির কোনও নিশ্চয়তা দেওয়ার উপায় নেই, তবে এটা সম্ভব যে, অ্যাপের সংখ্যা কমিয়ে আনার ফলে Google তাদের সমস্যাগুলি সমাধান করতে পারবে এবং আগামী সময়ে ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ব্যবহার করার আরও কারণ তৈরি হবে।