TRENDING:

সাবধান! গোপনে আপনার ব্যক্তিগত কথা শুনছে এই অ্যাপ, বিপদ থেকে বাঁচতে আজই করুন ডিলিট

Last Updated:
এর আগে ডিসেম্বর মাসে অ্যাপলের অ্যাপ স্টোর আর গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়ে ছিল।
advertisement
1/5
সাবধান! গোপনে আপনার ব্যক্তিগত কথা শুনছে এই অ্যাপ,বিপদ থেকে বাঁচতে আজই করুন ডিলিট
ফের একবার জনপ্রিয় মেসেজিং অ্যাপ টুটক (ToTok)-কে প্লে স্টোরে থেকে সরিয়ে দিয়েছে google। এটা দাবি করা হয়েছে যে সংযুক্ত আরব আমিরসাহি (UAE)-র সরকার জোরদার নজরদারি জন্য ব্যবহার করা হচ্ছিল। এর আগে ডিসেম্বর মাসে অ্যাপলের অ্যাপ স্টোর আর গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়ে ছিল।
advertisement
2/5
৯টু৫-এর রিপোর্টে জানান হয়েছিল যে, যারা এই অ্যাপটিকে ইনস্টল করে রেখেছে, তাঁদের ডেটা সুরক্ষিত নয়। কারন UAE জানিয়েছে যে এই ToTok অ্যাপটিকে সরকার ব্যবহার করে সব ধরনের গতিবিধির উপর নজর রাখার জন্য।
advertisement
3/5
এতে সবার ব্যক্তিগত কথা থেকে শুরু করে তাঁদের প্রত্যেকটি অ্যাক্টিভিটি যেমন কে কোথায় যাচ্ছে, কী করছে, সব কিছুর উপর নজর রাখে। এ ছাড়া ফোনের কন্টাক্ট - কে কী ছবি বা মেসেজ পাঠাছে সে সবের উপরো নজর রাখে।
advertisement
4/5
এই অ্যাপটি টেলিগ্রাম আর সিঙ্গাল অ্যাপের মতো কাজ করে। আই অ্যাপটি মিডিল ইস্ট, ইউরোপ, এসিয়া, আফ্রিকা আর উত্তর অ্যামেরিকায় লক্ষ লক্ষ বার ডাউনলোড করা হয়েছে। গত সপ্তাহে অ্যামেরিকায় ToTok সব থেকে বেশি ডাউনলোড করা হয়েছে বাকি সোশ্যাল মিডিয়ে অ্যাপগুলির মধ্যে।
advertisement
5/5
এই অ্যাপটি তৈরি করেছে ব্রিজ হোল্ডিং নামে একটি কোম্পানি। এই কোম্পানি আবু দুবাই-তে অবস্থিত সাইবার সিকিউরিটি ইন্টেলিজেন্স আর হাকিং কোম্পানি ডার্ক মোটর-এর সঙ্গে জড়িত। ডার্ক মোটর প্রথম থেকেই সম্ভাব্য সাইবার ক্রাইমের কারণে এফবিআই তদন্তাধীনে রয়েছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
সাবধান! গোপনে আপনার ব্যক্তিগত কথা শুনছে এই অ্যাপ, বিপদ থেকে বাঁচতে আজই করুন ডিলিট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল