ডিসেম্বর-জানুয়ারিতে Play Store থেকে প্রায় ১০০টি পার্সোনাল লোন অ্যাপ সরাল Google
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
কারণ দেশের ব্যাঙ্কিং রেগুলেশন ও আইনের সঙ্গে অ্যাপগুলির সামঞ্জস্যতা নেই। কোথাও না কোথাও নিয়ম-কানুন ভঙ্গ করেছে সংশ্লিষ্ট অ্যাপগুলি
advertisement
1/6

সম্প্রতি এই বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠেছে। লোন অ্যাপগুলি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন মানুষজন। ঋণ সংক্রান্ত একাধিক অ্যাপের ফাঁদে পড়ে দেশের নানা প্রান্ত থেকে প্রতারণার অভিযোগ এসেছে। ব্যবহারকারীদের গোপনীয় তথ্যগুলিও অসুরক্ষিত। ইতিমধ্যে বিষয়টির সমাধানে এগিয়ে এসেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। সেই সূত্রে গত বছর ডিসেম্বর মাস থেকে এই বছরের ২০ জানুয়ারি পর্যন্ত প্লে স্টোর থেকে প্রায় ১০০টি অবৈধ অ্যাপ সরিয়ে দিল Google। কারণ দেশের ব্যাঙ্কিং রেগুলেশন ও আইনের সঙ্গে অ্যাপগুলির সামঞ্জস্যতা নেই। কোথাও না কোথাও নিয়ম-কানুন ভঙ্গ করেছে সংশ্লিষ্ট অ্যাপগুলি। বুধবার লোকসভায় এমনই তথ্য দেওয়া হল তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে।
advertisement
2/6
Google Play Store-এর একাধিক অ্যাপ ও বেশ কয়েকটি থার্ডপার্টি অ্যাপে বারবার প্রতারিত হচ্ছেন মানুষজন। বছরের শেষের দিকে এই নিয়ে হইচই পড়ে গিয়েছিল। এবার সেই বিষয়ে তথ্য পেশ করলেন তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী সঞ্জয় ধোত্রে (Sanjay Dhotre)। এক লিখিত জবাবপত্রে তিনি জানান, ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে। সমস্যার সমাধানে এগিয়ে এসেছে RBI। সেই মতো মাস দেড়েকের মধ্যে শুধুমাত্র Play Store থেকেই ১০০টি অ্যাপ সরিয়েছে Google।
advertisement
3/6
তিনি আরও জানিয়েছেন, পার্সোনাল লোন অ্যাপের বিরুদ্ধে মূলত উচ্চ সুদের হার, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চাওয়া, তথ্যগুলিকে অন্যত্র ব্যবহার করা ও আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। লোন রিকভারির জন্যও নানা বেআইনি পদক্ষেপ করার অভিযোগ এসেছে দেশের নানা প্রান্ত থেকে। বর্তমানে আদালতেও কয়েকটি মামলা বিচারাধীন। তবে প্রশাসন ও মন্ত্রকের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্রড অ্যাপগুলিকে চিহ্নিত করে সরানোর কাজ চলছে।
advertisement
4/6
আগাম সতর্কতা অবলম্বনের ইঙ্গিত মিলেছে Google-এর প্রোডাক্ট, অ্যান্ড্রয়েডের সিকিউরিটি এবং প্রাইভেসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট সুজান ফ্রে (Suzanne Frey)-এর তরফেও। তিনি জানিয়েছেন, একাধিক পার্সোনাল লোন অ্যাপের উপরে সমীক্ষা শুরু হয়েছে। সরকারি রিপোর্ট ছাড়াও ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও মন্তব্যের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ব্যবহারকারীদের স্বার্থ ও গোপনীয়তার কথা মাথায় রেখেই Play Store থেকে অ্যাপগুলি সরিয়ে দেওয়া হয়েছে। কয়েকটি অ্যাপ কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে।
advertisement
5/6
প্রসঙ্গত, এই মাসের শুরুতেই Google-এর তরফে ৩০টির বেশি অ্যাপকে সরানো হয়েছে। সেই সময় এক ভার্চুয়াল বৈঠকে RBI-এর তরফে Google-কে সতর্ক করা হয়েছিল। RBI-এর আধিকারিকরা জানান, ব্যাঙ্কিং রেগুলেশন, স্থানীয় সাইবার আইন না মেনেই Play Store-এ শতাধিক লোন অ্যাপ রয়েছে। এগুলি অত্যন্ত বিপজ্জনক। এগুলি যাতে দ্রুত সরানো হয়, সেই কথাও জানিয়ে দেয় রিজার্ভ ব্যাঙ্ক।
advertisement
6/6
এর পর থেকে একের পর এক অ্যাপকে Play Store থেকে বাদ দেওয়া শুরু হয়। তালিকায় ছিল PayU-এর ক্রেডিট প্ল্যাটফর্ম LazyPay। রয়েছে ক্যাশগুরু (Cashguru) ১০ মিনিট লোন ( 10MinuteLoan), রুপিক্লিক (Rupeeclick), ফিনান্স বুদ্ধা (Finance Buddha) এক্স-মানি, এক্সট্রা মুদ্রা এবং স্টুক্রেড-এর মতো অ্যাপগুলিও।