TRENDING:

ফ্রি-তে পেমেন্টের দিন শেষ! Google Pay-ব‍্যবহারকারীদের মাথায় হাত, কোন কোন পেমেন্টের জন‍্য কাটবে ‘টাকা’? জেনে নিন

Last Updated:
Google Pay: এতদিন পর্যন্ত সমস্ত পেমেন্টেই ফ্রি-তে করা যেত গুগল-পের মাধ‍্যমে। তবে এবার চার্জ করবে বহুল ব‍্যবহৃত এই অ‍্যাপ। কিছু ক্ষেত্রে পেমেন্টের জন‍্য গ্রাহকদের দিতে হবে ‘চার্জ’।
advertisement
1/10
Google Pay-ব‍্যবহারকারীদের মাথায় হাত, কোন কোন পেমেন্টের জন‍্য কাটবে ‘টাকা’? জেনে নিন
মুঠোফোনই এখন ‘পার্স’। পকেটে টাকা রাখার দিন প্রায় অতীতের পথে। বাড়ির বিদ‍্যুতের বিলই হোক বা রাস্তার ধারের ফুচকা, পেমেন্টের জন‍্য বেশিরভাগেরই ভরসা অনলাইন-পে প্ল‍্যাটফর্মগুলি।
advertisement
2/10
অনলাইন পে প্ল‍্যাটফর্মগুলির মধ‍্যে বহুল প্রচলিত হল Google Pay। লক্ষ লক্ষ মানুষ ব‍্যবহার এই অ‍্যাপ। প্রতিদিন ছোট থেকে বড়, টাকার সমস্ত রকম লেনদেনের জন‍্য বেশিরভাগজনেরই ভরসা Google Pay।
advertisement
3/10
এতদিন পর্যন্ত সমস্ত পেমেন্টেই ফ্রি-তে করা যেত গুগল-পের মাধ‍্যমে। তবে এবার চার্জ করবে বহুল ব‍্যবহৃত এই অ‍্যাপ। কিছু ক্ষেত্রে পেমেন্টের জন‍্য গ্রাহকদের দিতে হবে ‘চার্জ’।
advertisement
4/10
ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী, Google Pay এখন ক্রেডিট এবং ডেবিট কার্ড থেকে করা বিল পেমেন্টে সুবিধা ফি (Convenience Fee) আরোপ করা শুরু করেছে।
advertisement
5/10
এই চার্জ বিশেষত ছোট লেনদেনের উপর আরোপ করা হয়েছে, যার মধ্যে গ্যাস এবং বিদ্যুতের বিল অন্তর্ভুক্ত। এই চার্জ ০.৫% থেকে ১% পর্যন্ত হতে পারে, যার সঙ্গে GST যোগ করা হবে। তবে, UPI থেকে করা পেমেন্টে কোনও অতিরিক্ত চার্জ লাগবে না।
advertisement
6/10
মনে রাখার বিষয় হল এই চার্জ Rupay কার্ড থেকে করা পেমেন্টেও প্রযোজ্য হবে। কিছু বিশেষ বিল ক্যাটেগরিতে কার্ড পেমেন্টের অনুমতি দেওয়া হবে না। কীভাবে আপনার পেমেন্টের সঙ্গে যোগ হবে এই চার্জ?
advertisement
7/10
Google Pay থেকে বিল পেমেন্ট করার সময় এই ফি মোট বিল অ্যামাউন্টে যোগ করা হবে। তবে UPI থেকে পেমেন্ট করলে, কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। Google Pay অনুযায়ী, এই চার্জ অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করবে। যেমন: বিলের পরিমাণ, পেমেন্ট মোড (ক্রেডিট/ডেবিট কার্ড), অন্যান্য লেনদেনের শর্ত ইত‍্যাদি।
advertisement
8/10
এই চার্জ প্রতিটি ট্রানজাকশনে প্রযোজ্য হবে, আপনি যেকোনও বিল পরিশোধ করছেন। Google Pay অনুযায়ী, সবচেয়ে নতুন চার্জ বিবরণ পেমেন্ট করার সময় স্ক্রিনে দেখানো হবে। আপনি আপনার Google Pay অ্যাপে ট্রানজাকশন হিস্টোরিতে গিয়ে সুবিধা ফি দেখতে পারেন। এই চার্জ আপনার বিল পেমেন্টের সঙ্গে যুক্ত হবে।
advertisement
9/10
<strong>ট্রানজাকশন ফেল হলে কী হবে?</strong> যদি কোনও কারণে আপনার বিল পেমেন্ট ফেল হয়ে যায়, তবে চার্জ আপনার পেমেন্ট অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। এই প্রক্রিয়া কয়েক দিনের মধ্যে সম্পন্ন হতে পারে।
advertisement
10/10
যদি ব&#x200d;্যবহারকারী কোনও বন্ধু বা পরিবারের সদস্যের জন্য বিল পেমেন্ট করেন তবে এই সুবিধা ফি প্রযোজ্য হবে। এই চার্জ প্রতিটি ট্রানজাকশনে আলাদা আলাদা প্রযোজ্য হবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ফ্রি-তে পেমেন্টের দিন শেষ! Google Pay-ব‍্যবহারকারীদের মাথায় হাত, কোন কোন পেমেন্টের জন‍্য কাটবে ‘টাকা’? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল