TRENDING:

Google Smartwatch Rohan: আসছে 'রোহন', এবার কি ঘড়ির বাজারেও ছড়ি ঘোড়াবে Google!

Last Updated:
Google Pixel Smartwatch: নতুন এই হাতঘড়ির কোডনেম রোহন। বাজারে গুগল-এর পিক্সেল ওয়াচ আসতে আর বেশি দেরি নেই।
advertisement
1/6
আসছে 'রোহন', এবার কি ঘড়ির বাজারেও ছড়ি ঘোড়াবে Google!
অনেকেই স্মার্টওয়াচ পরতে ভালবাসেন। কারও কাছে স্মার্টওয়াচ প্রয়োজন। তাঁদের জন্য সুসংবাদ। এবার গুগল তাদের প্রথম স্মার্চওয়াচ বাজারে আনছে। এই স্মার্টওয়াচ-এর কোডনেম রাখা হয়েছে রোহন। গত কয়েক বছর ধরে এই স্মার্টওয়াচ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে গুগল।
advertisement
2/6
একটা সময় শোনা গিয়েছিল, গুগল পিক্সেল ৬ স্মার্টফোনের সঙ্গে লঞ্চ করবে গুগল পিক্সেল ওয়াচ। কিন্তু সেটা হয়নি। এবার জানা যাচ্ছে ২০২২ সালে গুগল-এর প্রথম স্মার্চওয়াচ লঞ্চ করবে। প্রথম ইন-হাউস স্মার্টওয়াচ লঞ্চ-এর জন্য সমস্তরকম প্রস্তুতি সেরে ফেলেছে গুগল।
advertisement
3/6
যতটুক জানা যাচ্ছে, ফিটবিট-এর থেকেও বেশ কিছুটা দামি হবে গুগল পিক্সেল ওয়াচ। মার্কেট রিসার্চ ফার্ম কাউন্টারপয়েন্ট-এর রিপোর্ট বলছে, ২০২১ সালের তৃতীয় কোয়ার্টার পর্যন্ত গ্লোবাল স্মার্টওয়াচ শিপমেন্টে সব থেকে এগিয়ে অ্যাপল। দুইয়ে স্যামসাং। এর পর অ্যামাজনফিট, আইএমওও, হুয়াই। তবে মনে করা হচ্ছে, গুগল পিক্সেল ওয়াচ সরাসরি অ্যাপেল ওয়াচ-এর সঙ্গে টক্কর দেবে।
advertisement
4/6
জানা যাচ্ছে, গুগল নিজের কর্মীদের এই স্মার্টওয়াচ ব্যবহার করে ফিডব্যাক দেওয়ার নির্দেশ দেবে। গুগল পিক্সেল ওয়াচ (Google Pixel Watch) হেলথ ও ফিটনেস মেট্রিক্স মনিটর করবে। হার্ট রেট মনিটর এবং স্টেপ কাউন্টিংয়ের মতো বেসিক হেলথ-ট্র্যাকিং ফিচার্স থাকবে বলেই জানা যাচ্ছে।
advertisement
5/6
চলতি মাসেই এই পিক্সেল ওয়াচের কাজ শেষ হওয়ার কথা। গুগল পিক্সেল ওয়াচ বাজারে আসবে ২০২২-এ। রাউন্ড শেপ-এৎ এই হাতঘড়ির ডিজাইন লিক হয়েছে ইতিমধ্যে। গুগল স্মার্টওয়াচ সফ্টওয়্যারের নতুন ভার্সন দেওয়া হতে পারে এই হাতঘড়িতে।
advertisement
6/6
ফিটবিট-এর সঙ্গে পিক্সল হার্ডওয়্যার-এর মাধ্যমে কাজ করলেও, এই ঘড়িতে ফিচবিট-এর নাম উল্লেখ থাকবে না।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Google Smartwatch Rohan: আসছে 'রোহন', এবার কি ঘড়ির বাজারেও ছড়ি ঘোড়াবে Google!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল