TRENDING:

Google Maps-এ নতুন ফিচার, লগ ইন করলেই পাবেন রেস্তোরাঁয় ছাড় !

Last Updated:
advertisement
1/6
Google Maps-এ নতুন ফিচার, লগ ইন করলেই পাবেন রেস্তোরাঁয় ছাড় !
কিছু দিন ধরে গুগল ম্যাপসকে ডেলে সাজাছে টেক জায়েন্ট মার্কিন সংস্থা। এবার আরও তিনটি নতুন ফিচার নিয়ে এসেছে গুগল ম্যাপ। তিনটির মধ্যে ২টি ফিচার আগে থেকে ছিল। সেই গুলোকে আপডেট করেছে আর যোগ হয়েছে নতুন একটি ফিচার।
advertisement
2/6
গুগল ম্যাপসে কাছাকাছি রেস্তোরাঁর অপশন আগের থেকে পাওয়া যেত। এবার রেস্তোরাঁর সাজেশানের পাশাপাশি অফারের ব্যাপারেও জানিয়ে দেবে গুগল ম্যাপস। গুগল ম্যাপস-এর সর্বশেষ আপডেটে যোগ করা হয়েছে এক্সপ্লোর,অফার, ফর ইউ ট্যাব।
advertisement
3/6
এক্সপ্লোর ট্যাবটিতে সাতটি শর্টকাট রয়েছে - রেস্তোরাঁ, পেট্রোল পাম্প, এটিএম, অফার, শপিং, হোটেল এবং মেডিকেল শপ। কলকাতা সহ ভারতের দশটি শহরের ইউজাররা এই অপশনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন বলে জানিয়েছে গুগল।
advertisement
4/6
তিনটির মধ্যে ‘অফার’ ফিচারের প্রতি আকর্ষণ সবচেয়ে বেশি গ্রাহকদের। প্রায় ২৫ শতাংশ ছাড় পাবেন রেস্তোরাঁর বিলে। কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, পুণে, চেন্নাই, গোয়া, আহমেদাবাদ, জয়পুর, চন্ডীগড় ও হায়দরাবাদ মিলবে এই বিশেষ ছাড়।
advertisement
5/6
ফুড রিভিউ অ্যাপ Eazydiner-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে গুগল ম্যাপ। যার ফলে আকর্ষণীয় সুযোগ পাওয়া যাবে দেশের ১১ টি শহরে ৪,০০০ রেস্তোরাঁ।
advertisement
6/6
গুগল ম্যাপস খুলে নিচের বাঁ দিকে এক্সপ্লোর অপশনে যান। সেখানে রেস্টুরেন্ট অপশনে টাচ করুন। তার পরে উপরের অংশে অফারস-এ টাচ করুন। তার পরেই কোন কোন রেস্তোরাঁয়-এ কত শতাংশ ছাড় তা জানতে পারবেন। খাবারের তালিকাও দেখতে পাবেন গুগল ম্যাপসে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Google Maps-এ নতুন ফিচার, লগ ইন করলেই পাবেন রেস্তোরাঁয় ছাড় !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল