Bank Fraud: ব্যাঙ্ক জালিয়াতি রুখতে এবার ফোনে আড়ি পাতবে গুগল, নতুন ফিচারে কী আপনার লাভ হবে না সমস্যা বাড়বে ?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Bank Fraud: কোম্পানি এই নতুন স্প্যাম ডিটেকশনের দ্বারা ব্যাঙ্ক ফ্রড জাতীয় জালিয়াতি রুখতে পারবে বলে জানিয়েছে।
advertisement
1/8

লক্ষ লক্ষ মানুষ আজকাল ব্যাঙ্ক জালিয়াতি এবং এআই কেলেঙ্কারিতে তাঁদের অর্থ হারাচ্ছেন। তাই সবাই চান টেক কোম্পানি এবং টেলিকম কোম্পানিরা এই বিপদের সমাধান খুঁজে বের করুক। এখন গুগলের কাছেই এর সমাধান রয়েছে।
advertisement
2/8
আমরা বলছি এই সপ্তাহে রিলিজ হওয়া গুগল আই/ও ২০২৪ কি-নোট সম্পর্কে। কোম্পানি এই নতুন স্প্যাম ডিটেকশনের দ্বারা ব্যাঙ্ক ফ্রড জাতীয় জালিয়াতি রুখতে পারবে বলে জানিয়েছে। এটি যে কোনও সমস্যায় বিপদ বার্তার মতো আমাদের রিয়েল-টাইম সতর্কতা দেবে।
advertisement
3/8
মঙ্গলবার কি-নোট চলাকালীন গুগল অ্যান্ড্রয়েডে জেমিনি এআইয়ের ডেমো দিয়েছে। এছাড়াও এআই প্রযুক্তির অন্যতম উদ্দেশ্য কী হতে পারে সেই নিয়ে এই স্ক্যামের বিরুদ্ধে মানুষকে রক্ষার কথা জানিয়েছে।
advertisement
4/8
গুগল স্প্যাম কল অ্যালার্ট এআই টেক: এটি কীভাবে কাজ করে?
advertisement
5/8
গুগল বিশেষ ভাবে জেমিনি ন্যানো সম্পর্কে জানিয়েছে যে, এটি ডিভাইসে থাকা প্রযুক্তি যা এআইয়ের সাহায্যে কাজ করে। উদাহরণস্বরূপ, গ্রাহকরা এক্ষেত্রে একটি সতর্কতা পাবেন যদি কেউ ব্যাঙ্ক প্রতিনিধি বলে নিজেকে দাবি করে জরুরি ভাবে ফান্ড ট্রান্সফার করতে বলেন বা কোনও গিফট কার্ডের মাধ্যমে অর্থপ্রদান করতে বলেন বা কার্ডের পিন বা পাসওয়ার্ডের মতো ব্যক্তিগত তথ্য জানাতে অনুরোধ করেন। এক্ষেত্রে এই ফিচার গ্রাহকদের সতর্ক করে দেবে।
advertisement
6/8
অনেকের মনেই প্রথম যে জিনিসটি সম্পর্কে প্রশ্ন এসবে তা হল গুগল কল ট্র্যাক করতে এআই ব্যবহার করবে৷ অবশ্যই এমনটি কারও জন্যই আদর্শ নয়, বিশেষত যখন এআই স্ক্যামাররাও ব্যবহার করতে পারে।
advertisement
7/8
এখানেই গুগল আশ্বাস দিয়েছে যে, জেমিনি ন্যানো এআই প্রযুক্তি ব্যবহার করার অর্থ হল এই কলগুলির স্ক্যান করার জন্য প্রসেস করা সমস্ত ডেটা ফোনেই থাকবে, এগুলি কখনই অন্য কোনও পরিষেবাতে স্থানান্তরিত হবে না।
advertisement
8/8
কোম্পানি আরও উল্লেখ করেছে যে রিয়েল-টাইম স্প্যাম অ্যালার্ট ফিচার অপ্ট-ইন করা হবে তাই গুগল এটি সবার জন্য ‘এবেল’ করবে না। যদিও গুগল এই ফিচারটির রোল আউট নিয়ে সঠিক টাইমলাইন উল্লেখ করেনি, তবে কোম্পানি জানিয়েছে যে, এই বছরের শেষের দিকে আরও তথ্য প্রকাশ করা হবে। আমরা আশা করছি যে, গুগল প্রাথমিক ভাবে পিক্সেল ফোনের জন্য এই জেমিনি ন্যানো এআই মডেল ব্যবহার করবে।