TRENDING:

মনের মতো emoji stickers বানাতে চান? Google-এর ইমোজির ‘রান্নাঘর’-এ আছে সুযোগ! দেখে নিন সহজ উপায়

Last Updated:
প্রথমেই ব্যবহারকারীকে Google-এ 'Emoji Kitchen' অনুসন্ধান করতে হবে। সেখানে পাওয়া যাবে ‘Get Cooking’ অপশন।
advertisement
1/7
মনের মতো emoji stickers বানাতে চান? Google-এর  ইমোজির ‘রান্নাঘর’-এ আছে সুযোগ!
ইমোজি ব্যবহারের ক্ষেত্রে এবার নতুনত্বের ছোঁয়া আসতে চলেছে। Google-এর ইমোজি তৈরির কারখানা ‘Emoji Kitchen’ এবার পাওয়া যাবে ওয়েবেও। তাই যেকোনও মানুষ খুব সহজে Google Search-এ গিয়ে নতুন নতুন ইমোজি তৈরি করতে পারবেন। এমনই ইঙ্গিত দিয়েছে 9to5Google-এর রিপোর্ট।
advertisement
2/7
জানা গিয়েছে এই ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা দু’টি ভিন্ন ইমোজিকে একত্রিত করে একটি সম্পূর্ণ নতুন ইমোজি স্টিকার তৈরি করে নিতে পারবেন।
advertisement
3/7
তবে এই প্রথম নয়। একেবারে শুরুতে এই ফিচারটি পাওয়া যেতে শুরু করে Android-এর Gboard-এ। এবার, ইমোজি কিচেন ফিচারটি পাওয়া যাবে Google Search-এও। iPhone বা ডেস্কটপ-সহ যেকোনও ডিভাইস থেকেই এই ফিচারটি অ্যাক্সেস করা যেতে পারে।
advertisement
4/7
কীভাবে ব্যবহার করা যাবে এই ফিচার! এই বিশেষ ইমোজি তৈরির ফিচারটি ব্যবহার করতে গেলে প্রথমেই ব্যবহারকারীকে Google-এ 'Emoji Kitchen' অনুসন্ধান করতে হবে।
advertisement
5/7
সেখানে পাওয়া যাবে ‘Get Cooking’ অপশন। এই অপশন বেছে নিলেই খুলে যাবে অজস্র ইমোজির সম্ভার। সেখান থেকে নিজের পছন্দ মতো বানিয়ে ফেলা যাবে ইমোজি, একটার সঙ্গে অন্যটা মিশিয়ে।
advertisement
6/7
ধরা যাক, কোনও ব্যবহারকারী একটি পান্ডা ইমোজির সঙ্গে তরমুজের ইমোজি একত্রিত করতে চান। সেখানে দেখা যাবে পান্ডাটি তরমুজ খাচ্ছে। আবার কেউ যদি হার্ট ইমোজির সঙ্গে কান্নার ইমোজি মিশিয়ে দারুন আবেগঘন একটি অভিব্যক্তি তৈরি করতে পারেন একেবারে নিজের মতো করে। যেমন খুশি তেমন করার অধিকার দিচ্ছে Google।
advertisement
7/7
একবার নিজের পছন্দের একেবারে মৌলিক ইমোজি তৈরি করা হয়ে গেলে, ওই ইমোজির PNG ফাইল ডাউনলোড করতে পারবেন ব্যবহারকারী। আবার কেউ চাইলে WhatsApp, iMessage-সহ নিজের পছন্দের যেকোনও অ্যাপেও শেয়ার করার সুবিধা পাওয়া যেতে পারে। তবে এটা ঠিক যে Gboard-এর তুলনায় ওয়েবে ইমোজির সংখ্যা কম। এই ফিচারটি মোবাইল ব্রাউজারেও ব্যবহার করা যেতে পারে। ফলে যেকোনও ব্যক্তি নিজের ডিভাইস থেকে তৈরি করে ফেলতে পারেন তাঁর মনের মতো ইমোজি।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
মনের মতো emoji stickers বানাতে চান? Google-এর ইমোজির ‘রান্নাঘর’-এ আছে সুযোগ! দেখে নিন সহজ উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল