Google Chrome ব্যবহার করেন? সাবাধান না হলে বিপদে পড়তে পারেন! সতর্ক করল সরকার, নিরাপদ থাকতে কী পরামর্শ?
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Chrome ব্যবহারকারীদের একটি বড়সড় নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়ে সতর্ক করল ভারত সরকার। এই জনপ্রিয় ব্রাউজার নিয়মিত সমস্যার মুখে পড়ছে।
advertisement
1/7

সম্প্রতি Windows এবং Mac-এর Chrome ব্যবহারকারীদের একটি বড়সড় নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়ে সতর্ক করল ভারত সরকার। এই জনপ্রিয় ব্রাউজার নিয়মিত সমস্যার মুখে পড়ছে। আর অন্যদিকে Indian Computer Emergency Response Team বা CERT-In লক্ষ লক্ষ ব্যবহারকারীদের উদ্দেশ্যে আবারও আরও একটি সতর্কতা জারি করেছে।
advertisement
2/7
আসলে এই নিরাপত্তাজনিত বিষয়টি Chrome-এর কিছু গুরুত্বপূর্ণ কম্পোনেন্টের সঙ্গে জড়িত। যার ফলে দুর্বল ডিভাইসগুলির অ্যাক্সেস দূরে বসেই পেয়ে যাচ্ছে হ্যাকাররা এবং অনায়াসে তারা তথ্য চুরি করে নিচ্ছে।
advertisement
3/7
Chrome Security Alert: কী বলা হয়েছে তাতে? CERT-In গত ১০ মে ২০২৫ তারিখে Chrome ব্যবহারকারীদের উদ্দেশ্যে সাম্প্রতিক সিকিউরিটি রিস্ক অ্যালার্ট জারি করেছে। আর এই অ্যালার্টের সঙ্গে রয়েছে হাই সিভিয়ারিটি রেটিং। যা কখনওই ভাল খবর নয়। ওই সাবধানবাণীতে বলা হয়েছে যে, HTML-এ হিপ বাফার ওভারফ্লো, অনুপযুক্ত বাস্তবায়ন, অপর্যাপ্ত ডেটা ভ্যালিডেশন এবং DevTools-এ আউট অফ বাউন্ডস মেমোরি অ্যাক্সেসের জেরে Google Chrome-এ এই বিপদগুলি দেখা দিচ্ছে। দূরে কোনও জায়গায় বসে হামলাকারী কিন্তু হামলা চালাতে পারে। আসলে তারা একটি বিশেষ ভাবে ক্র্যাফ্ট করা ওয়েব পেজ দেখার জন্য চাপ দিতে পারে ব্যবহারকারীর উপরে।
advertisement
4/7
এই বিষয়টি জটিল বলে মনে হলেও প্রাথমিক ভাবে ওই অ্যালার্ট বলছে যে, Chrome-এর বড়সড় ঝুঁকি রয়েছে। আর এটা নিয়ে সচেতন গুগল নিজেও। তাদের কাছে তথ্যও রয়েছে। আর এই ঝামেলার সমাধান করার জন্য লেটেস্ট ক্রোম আপডেট করতে হবে। আর Chrome ব্যবহার করেই সাধারণ ব্যবহারকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে নিশানা করছে হ্যাকাররা।
advertisement
5/7
Windows এবং Macs-এর Chrome ক্ষতিগ্রস্ত হয়েছে? ১. Google Chrome versions prior to 136.0.7103.59 for Linux| ২. Google Chrome versions prior to 136.0.7103.48/49 for Window and Mac
advertisement
6/7
যাঁরা Windows, Mac অথবা Linux-এর উপরোক্ত ভার্সনে Chrome ব্যবহার করছেন, তাঁদের নতুন আপডেটের জন্য নিজেদের ফোনের সেটিংসের উপর লক্ষ্য রাখতে হবে।
advertisement
7/7
Windows, macOS অথবা Linux-এ Google Chrome-এর জন্য লেটেস্ট অ্যাভেলেবেল সফটওয়্যার আপডেট ডাউনলোড করতে হবে Chrome ব্যবহারকারীদের। এর জন্য প্রথমে Chrome-এ গিয়ে থ্রি-ডট মেন্যুতে যেতে হবে। এরপর Settings-এ গিয়ে About-এ যেতে হবে। সেখানে গিয়ে Update Chrome বিকল্প বেছে নিতে হবে। এতে ব্যবহারকারীর মেশিন লেটেস্ট এবং নিরাপদ ভার্সনে রান করবে।