Google Chrome: গুগল ক্রোম ব্যবহার করেন? সাবধান! যে কোনও সময় ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Google Chrome: নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যত দ্রুত সম্ভব নিজেদের ক্রোম ব্রাউজার আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। আসলে ক্রোমের লেটেস্ট ভার্সন 130-এ কোনও রকম দুর্বলতা নেই
advertisement
1/7

বর্তমানে Google Chrome-এর জন্য উচ্চ সতর্কতা জারি করেছে Indian Computer Emergency Response Team (CERT-In)। আসলে ব্রাউজারে একাধিক vulnerabilities-এর জন্যই মূলত এই সতর্কতা। আসলে এগুলি ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দিচ্ছে।
advertisement
2/7
Moneycontrol-এর রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, এই দুর্বলতা বা ঘাটতি বা vulnerabilities-এর জন্যই বহিরাগত সাইবার অপরাধীরা নিজেদের পছন্দমতো কোড রান করতে পারে দুর্বল সিস্টেমগুলিতে। এর মাধ্যমে অনায়াসে ওই ডিভাইসে অ্যাক্সেস পেয়ে যায় তারা। ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সহজেই তাদের হাতে এসে যায়।
advertisement
3/7
হ্যাকাররা আসলে এই দুর্বলতার সুযোগ নিচ্ছে। যার জেরে পাসওয়ার্ড, ব্যাঙ্কিং তথ্য, অ্যাড্রেস এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য-সহ সেনসিটিভ ইউজার ডেটা বেআইনি ভাবে অ্যাক্সেস করার ডেটা পেয়ে যাচ্ছে। এর জেরে বৃদ্ধি পাচ্ছে আর্থিক জালিয়াতি এবং নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি। রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, ক্রোম এক্সটেনশন এবং V8-এ Type Confusion-এর মতো অস্বাভাবিকতা থেকেই এই ধরনের দুর্বলতাগুলি তৈরি হচ্ছে। যা ব্রাউজারের নিরাপত্তা বাইপাস করতে সাহায্য করছে অপরাধীদের।
advertisement
4/7
Google Chrome-এর কোন কোন ভার্সনের উপর প্রভাব পড়ছে? Windows এবং Mac-এর জন্য Google Chrome-এর 130.0.6723.69/.70-এর আগের ভার্সন এবং Linux-এর জন্য 130.0.6723.69-এর আগের ভার্সন প্রভাবিত হবে এই দুর্বলতাগুলি দ্বারা। নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যত দ্রুত সম্ভব নিজেদের ক্রোম ব্রাউজার আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। আসলে ক্রোমের লেটেস্ট ভার্সন 130-এ কোনও রকম দুর্বলতা নেই।
advertisement
5/7
Google Chrome-এর ভার্সন 130 আপডেট করা হবে কীভাবে? Google Chrome-এর লেটেস্ট ভার্সন আপডেট করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-
advertisement
6/7
১. Google Chrome ওপেন করতে হবে। উপরের ডান দিকের কোণে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে। ২. এবার Help অপশনে যেতে হবে। এরপর About Chrome সিলেক্ট করতে হবে। ৩. Google Chrome স্বয়ংক্রিয় ভাবে নতুন আপডেটের জন্য চেক করতে হবে। এরপর লেটেস্ট ভার্সন ইনস্টল করতে হবে। ৪. এবার আপডেট কমপ্লিট করার জন্য নিজের ব্রাউজার রিস্টার্ট করতে হবে।
advertisement
7/7
আপডেট জরুরি কেন? আজকালকার ডিজিটাল যুগে অনলাইন ডেটা সিকিউরিটি সবথেকে জরুরি। বিশেষ করে পাসওয়ার্ড এবং ব্যাঙ্কিং তথ্যের মতো সংবেদনশীল তথ্যের ক্ষেত্রে নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। তাই কারও কোনও সিকিউরিটি আপডেট অবহেলা না করাই উচিত। তাহলেই কেবল নিজের ডেটা এবং গোপনীয়তা সুরক্ষিত রাখা সম্ভব।