TRENDING:

Google Chrome: গুগল ক্রোম ব্যবহার করেন? কেন্দ্রের নতুন নিয়ম না জানলে ভয়ঙ্কর বিপদে হতে পারে

Last Updated:
Google Chrome: ফোন, ল্যাপটপ থেকে গুগ্‌ল ক্রোম ব্যবহার করেন? সাবধান! যে কোনও সময় ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঝুঁকি এড়াতে কী করবেন
advertisement
1/9
গুগল ক্রোম ব্যবহার করেন? কেন্দ্রের নতুন নিয়ম না জানলে ভয়ঙ্কর বিপদে হতে পারে
চলতি বছর এপ্রিল মাসে ভারত সরকারের তরফে Chrome ব্যবহারকারীদের জন্য এক বড়সড় সতর্কতা জারি করা হল। আর মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির আওতায় থাকা ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম অথবা CERT-IN গত ৪ এপ্রিল Windows, macOS and Linux-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে Google Chrome ব্যবহারকারীদের উদ্দেশ্যে উচ্চস্তরের অ্যালার্ট জারি করেছে।
advertisement
2/9
ব্যবহারকারীদের জন্য Chrome রিস্কের অর্থটা ঠিক কী? সংস্থার তরফে বলা হয়েছে যে, Google Chrome-এর ক্ষতিগ্রস্ত ভার্সনগুলিতে মাল্টিপল ভালনারেবিলিটি থাকে। যা কাজে লাগাতে পারে আক্রমণকারীরা। আর আক্রমণকারীরা সম্ভবত দূরে কোথাও বসে টার্গেটেড সিস্টেমে নিজেদের পছন্দসই কোড একজিকিউট করতে পারে।
advertisement
3/9
CERT-In নিজেদের থ্রেট রিপোর্টে কী কী বিষয়ে কথা বলেছে? Custom Tabs, Intents, Extensions, Navigations, Autofill এবং Downloads-এর অনুপযুক্ত বাস্তবায়নের জেরে Google Chrome-এ একাধিক ঝুঁকি তৈরি হয়। আর এই ঝুঁকিগুলিকে কাজে লাগাতে পারে দূরে বসে থাকা একজন আক্রমণকারী।
advertisement
4/9
কোন কোন Chrome ভার্সন ঝুঁকির মুখে রয়েছে? Windows, macOS এবং Linux-এ এই ধরনের ভার্সন চললে Chrome ব্যবহারকারীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করতে হবে।
advertisement
5/9
১. Linux-এর ক্ষেত্রে 135.0.7049.52-এর আগের Google Chrome-এর ভার্সন। ২. Window এবং Mac-এর ক্ষেত্রে 135.0.7049.41/42-এর আগের Google Chrome-এর ভার্সন
advertisement
6/9
Chrome ভার্সন নিরাপদে রাখার উপায় কী -এই সমস্ত বিপদ থেকে নিজেদের ব্রাউজারকে নিরাপদ রাখতে একটাই মাত্র উপায় রয়েছে। আর সেটা হল - Google Chrome ব্রাউজার আপডেট করা। এই পদক্ষেপের মাধ্যমে ঝুঁকিগুলির মোকাবিলা করা হবে। যে কোনও উদ্বেগের কারণকে দূর করতে হবে।
advertisement
7/9
Google Chrome কীভাবে আপডেট করতে হবে: ১. উপরের বাম দিকের কোণে থাকা থ্রি-ডট মেন্যু অ্যাক্সেস করতে হবে। ২. এবার ‘Help’-এর উপর ক্লিক করতে হবে।
advertisement
8/9
৩. এরপর About Google Chrome ক্লিক করতে হবে। ৪. আপডেট অটো-চেক করবে Chrome আর নিজেদের ভার্সন ইনস্টল করে দেবে। একবার এই আপডেট ইনস্টল হয়ে গেলে Chrome রিলঞ্চ হবে। আর একটি মেসেজ স্ক্রিনে ভেসে উঠবে। সেটি হল - Google Chrome is up to date।
advertisement
9/9
চলতি মাসের গোড়ার দিকে নিরাপত্তা সংস্থা এই একই রকম সতর্কতা জারি করেছিল iPhone, Mac এবং iPad ব্যবহারকারীদের জন্য। সম্ভাব্য হ্যাকিংয়ের বিপদ সম্পর্কে তাঁদের সতর্ক এবং সচেতন করেছিল। আর এই সমস্ত কারণের জেরে Apple নিজেদের অপারেটিং সিস্টেমে একটা প্যাচ জারি করেছিল।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Google Chrome: গুগল ক্রোম ব্যবহার করেন? কেন্দ্রের নতুন নিয়ম না জানলে ভয়ঙ্কর বিপদে হতে পারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল