Laptop Battery Drainage : ল্যাপটপে চার্জ কমে যাচ্ছে হু হু করে? গুগল ক্রোম ব্রাউজারের জন্য কি? এই সেটিংসেই সমাধান
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Laptop Battery Drainage : গুগল তার ক্রোম ইউজারদের জন্য নতুন মেমোরি সেভার এবং এনার্জি সেভার মোড নিয়ে এসেছে। গুগল ক্রোম ওয়েব ব্রাউজারের কর্মক্ষমতা উন্নত করতে এবং ল্যাপটপের ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য এটি তৈরি করা হয়েছে।
advertisement
1/10

গুগল তার ক্রোম ইউজারদের জন্য নতুন মেমোরি সেভার এবং এনার্জি সেভার মোড নিয়ে এসেছে। গুগল ক্রোম ওয়েব ব্রাউজারের কর্মক্ষমতা উন্নত করতে এবং ল্যাপটপের ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য এটি তৈরি করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এই দু’টি নতুন ফিচার অ্যাক্সেস করার উপায়।
advertisement
2/10
মেমোরি সেভার মোড- গুগলের মতে ক্রোমের নতুন মেমোরি সেভার মোড স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় ট্যাব থেকে মেমোরি মুছে দেয়। এর মানে এই মেমোরি সেভার ফিচার ইউজারদের মেমোরি থেকে নিষ্ক্রিয় ট্যাবগুলি আনলোড করে ইউজারদের কম্পিউটারের মেমোরি সেভ করতে সহায়তা করে।
advertisement
3/10
সুতরাং, যদি কারও ব্রাউজারে অনেকগুলি ট্যাব খোলা থাকে এবং কিছু সময়ের মধ্যে সেগুলির কয়েকটি ব্যবহার না করা হয়, তাহলে জায়গা খালি করতে ক্রোম স্বয়ংক্রিয়ভাবে সেই কম্পিউটারের মেমোরি থেকে সেগুলিকে সরিয়ে দেবে৷
advertisement
4/10
গুগলের তরফে জানানো হয়েছে যে, মেমোরি সেভারের সাহায্যে ক্রোম ৩০% পর্যন্ত কম মেমোরি ব্যবহার করে, পাশাপাশি এটি ইউজারদের সক্রিয় ভিডিও এবং গেমিং ট্যাবগুলিকে মসৃণভাবে চালানোর জন্য ব্যবহার করা যেতে পারে।
advertisement
5/10
এনার্জি সেভার মোড- এনার্জি সেভার মোড ডিভাইসগুলির ব্যাটারি সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে। এই ফিচার একবার এনেবল হলে ব্রাউজারের ব্যাকগ্রাউন্ডের কার্যকলাপ সীমিত করে, নির্দিষ্ট অ্যানিমেশন ও ভিডিও ফ্রেম রেট নিষ্ক্রিয় করে এবং স্ক্রলিং ফিচার নিষ্ক্রিয় করে শক্তি সঞ্চয় করে।
advertisement
6/10
ইউজারদের পছন্দ অনুযায়ী গুগল এনার্জি সেভার মোড সেট করতে দুটি বিকল্প যুক্ত করেছে। এনার্জি সেভার মোড চালু/বন্ধ করা ছাড়াও ক্রোম ইউজাররা এই দুটি অপশন বেছে নিতে পারেন- ব্যাটারি ২০% বা তার কম হলেই চালু করার অপশন। কম্পিউটার আনপ্লাগ হয়ে গেলে চালু করার অপশন।
advertisement
7/10
ক্রোম ব্রাউজারে মেমোরি এবং এনার্জি মোড চালু করার উপায়- গুগল ডিফল্টভাবে মেমোরি এবং এনার্জি সেভার চালু করে রাখে।
advertisement
8/10
এই ফিচার বন্ধ করতে- ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে এবং সেটিংস অপশনে যেতে হবে। এরপর বাম সাইডবারে থাকা 'পারফরম্যান্স' অপশনে ক্লিক করতে হবে। এরপর মেমোরি সেভার বা এনার্জি সেভার মোড চালু বা বন্ধ করতে হবে।
advertisement
9/10
এছাড়াও ফ্ল্যাগ ব্যবহার করে এই ফিচার এনেবল করা যেতে পারে। এর জন্য অ্যাড্রেস বারে এই লিঙ্কগুলি পেস্ট করতে হবে এবং এন্টার অপশনে ক্লিক করতে হবে- chrome://flags/#battery-saver-mode-available বা chrome://flags/#high-efficiency-mode-available
advertisement
10/10
এরপর 'Enable the battery saver mode feature in the settings' এবং 'Enable the high efficiency mode feature in the settings' অপশন ডিফল্ট হিসেবে এনেবল করতে হবে।