TRENDING:

এবার WhatsApp-এর মেসেজও পড়ে শোনাবে Google !

Last Updated:
খুব শীঘ্রই AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট থার্ড পার্টি থেকে আশা মেসেজও পড়ে শোনাতে পারবে
advertisement
1/5
এবার  WhatsApp-এর মেসেজও পড়ে শোনাবে Google !
Google খুব শীঘ্রই এমন একটি ফিচার আনতে চলেছে যার সাহায্যে এবার AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট আপনার ফোনের মেসেজও পড়ে শুনিয়ে দেবে। বেশ কিছু দিন ধরে Google এই ফিচারটির উপরে কাজ করেছে যাতে AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট থার্ড পার্টি থেকে আশা মেসেজও পড়ে পারে।
advertisement
2/5
এই ফিচারটির সম্পর্কে প্রথমে জানিয়েছিল 91mobiles আর Android Police। রিপোর্ট অনুযায়ি ধীরে ধীরে ধাপে ধাপে Googleএই ফিচারটি রোল আউট করবে। কিন্তু এখনও কোনও সঠিক সময় বা কোন কোন অ্যাপ সাপোর্ট করবে AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট তা জানা যায় নি।
advertisement
3/5
Google Assistant যে শুধু আপনার মেসেজ পড়ে দেবে তা নয়, আপনি মেসের উত্তর দিয়ে চাইলে, আপনার ডিক্টেশন শুনে Assistant সেটা টাইপ করে পাঠিয়েও দেবে। এর ফলে কমিউনিকেশন হয়ে উঠবে পুরওপুরি হ্যান্ডসফ্রী।
advertisement
4/5
আপনি এবার খুব সহজেই রান্না করতে করতে বা গাড়ি চালাতে চালাতে চ্যাট করতে পারবেন। কারন এখনও WhatsApp-এও পুরও পুরি হ্যান্ডসফ্রি কমিউনিকেশন করা সম্ভব ছিল না।
advertisement
5/5
এরফলে আপনার privacy হাম্পার হবে কিনা তা এখনও জানা যায় নি। Google Assistant-এর উপর বেশ কিছু বার privacy হাম্পারের অছিজগ উঠেছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
এবার WhatsApp-এর মেসেজও পড়ে শোনাবে Google !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল