TRENDING:

WhatsApp New Feature: ব্যবহারকারীদের জন্য সুখবর, এবার এই বিরাট বদল আনছে WhatsApp

Last Updated:
WhatsApp New Feature: এবার এক নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে চলেছে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। কিন্তু কী এই নয়া ফিচার?
advertisement
1/7
ব্যবহারকারীদের জন্য সুখবর, এবার এই বিরাট বদল আনছে WhatsApp
একাধিক আপডেট আনার জন্য কাজ করে চলেছে WhatsApp। মূলত ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে মসৃণ করার জন্যই এমনটা করে চলেছে তারা। গত কয়েক দিনে সংস্থার তরফে বেশ কিছু নতুন আপডেটের কথা ঘোষণা করা হয়েছে। তবে এবার এক নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে চলেছে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। কিন্তু কী এই নয়া ফিচার?
advertisement
2/7
এবার থেকে WhatsApp-এর স্টেটাস আপডেটে ১ মিনিট দীর্ঘ ভিডিও আপলোড করতে পারবেন ব্যবহারকারীরা।
advertisement
3/7
WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, এত দিন এই প্ল্যাটফর্মে স্টেটাস আপডেট হিসেবে ৩০ সেকেন্ড পর্যন্ত দীর্ঘ ভিডিও আপলোড করা যেত। তবে এখন নতুন আপডেটের কারণে ১ মিনিটের ভিডিও আপলোড করা যাবে। আর WhatsApp-এর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ব্যবহারকারীরাও। বিশেষ করে যাঁরা স্টেটাসে দীর্ঘ ভিডিও আপলোড করতে চান, তাঁদের জন্য এটা খুবই উপযোগী।
advertisement
4/7
মূলত ইউজার ফিডব্যাকের জবাবেই ভিডিও স্টেটাস ডিউরেশন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে WhatsApp। আসলে ব্যবহারকারীরা বরাবরই স্টেটাস আপডেট হিসেবে দীর্ঘ ভিডিও আপলোড করার দাবি জানিয়ে আসছেন। কারণ আগের ৩০ সেকেন্ড সীমার ক্ষেত্রে ব্যবহারকারীরা অনেক সময় রেস্ট্রিক্টেড বোধ করতেন।
advertisement
5/7
আসলে নিজেদের জীবনের দীর্ঘ ঝলক শেয়ার করার ইচ্ছা থাকলেও তা করতে পারতেন না। এবার এক মিনিটের সময়সীমার ক্ষেত্রে আরও ভাল ভিডিও কন্টেন্ট আপলোড করতে পারবেন।
advertisement
6/7
ওই রিপোর্টে আরও বলা হয়েছে যে, স্টেটাস আপডেটের মাধ্যমে ১ মিনিটের দীর্ঘ ভিডিও শেয়ার করার এই ফিচার ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন কয়েকজন বিটা টেস্টার। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে লেটেস্ট WhatsApp বিটা আপডেট ইনস্টল করলে এই ফিচার পাওয়া যাবে।
advertisement
7/7
আসন্ন সময়ে আরও ব্যবহারকারীদের জন্য এই ফিচার রোল আউট করা হবে। দীর্ঘ ভিডিও স্টেটাস আপডেট পাওয়ার জন্য পরবর্তী কালে আপডেট করে নিতে হবে WhatsApp।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp New Feature: ব্যবহারকারীদের জন্য সুখবর, এবার এই বিরাট বদল আনছে WhatsApp
Open in App
হোম
খবর
ফটো
লোকাল