WhatsApp-এ সকাল সকাল 'Good Morning' মেসেজ পাঠান! এবার সাবধান
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
whatsapp: সকালে ঘুম থেকে উঠেই অনেককে Good Morning মেসেজ পাঠানো স্বভাব? এবার সাবধান হতে হবে।
advertisement
1/5

অনেকেই সকালে ঘুম থেকে উঠেই চেনা ও প্রিয় মানুষদের গুড মর্নিং মেসেজ পাঠান। একজনের পাঠানো মেসেজ অনেকজনকে ফরোয়ার্ড করেন কেউ কেউ!
advertisement
2/5
আপনিও যদি এমনটা করে থাকেন তা হলে এবার সাবধান হওয়ার সময় হয়েছে। কারণ, এমনটা করলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে।
advertisement
3/5
একই মেসেজ বারবার ফরোয়ার্ড করা হলে কোম্পানি সেটিকে স্প্যাম বলে ধরতে পারে। এছাড়া কিছু মেসেজ বারবার ফরোয়ার্ড করলেও অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
4/5
একই মেসেজ বারবার বহুজনকে ফরোয়ার্ড করায় হালফিলে অনেক অ্যাকাউন্ট ব্যান করেছে হোয়াটস অ্যাপ। এক্ষেত্রে ইউজার বুঝতেও পারেননি, কেন তাঁর অ্যাকাউন্ট ব্যান হল!
advertisement
5/5
অনেকেই হয়তো জানেন না, একসঙ্গে অনেক কনট্যাক্টস বারবার শেয়ার করা হলেও অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা তৈরি হয়।