TRENDING:

Smartwatch: একবার চার্জেই ১০ দিন, একশোরও বেশি স্পোর্টস মোড! ২ হাজার টাকার কমেই এই স্মার্টওয়াচ মন জয় করবে

Last Updated:
এই স্মার্টওয়াচে ব্যবহার করা হয়েছে AMOLED ডিসপ্লে, মেটাল বডি, ওয়্যারলেস চার্জিংয়ের বিভিন্ন ধরনের আধুনিক ফিচার। বিশেষ করে মন কাড়বে এর লেদার স্ট্র্যাপ।
advertisement
1/7
একবার চার্জেই ১০ দিন, একশোরও বেশি স্পোর্টস মোড! ২ হাজার টাকার কমেই স্মার্টওয়াচ
সারা বিশ্বের সঙ্গে সঙ্গে ভারতেও এখন স্মার্টওয়াচ খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এই কারনে বিভিন্ন কোম্পানি ভারতে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন স্মার্টওয়াচ। দাম অনুযায়ী বিভিন্ন ধরনের স্মার্টওয়াচে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের ফিচার। সম্প্রতি ভারতে লঞ্চ করা হয়েছে একটি নতুন স্মার্টওয়াচ, যা কম দামে গ্রাহকরা ক্রয় করতে পারবেন। এক নজরে দেখে নেওয়া যাক সেই স্মার্টওয়াচের সমস্ত খুঁটিনাটি।
advertisement
2/7
Gizmore কোম্পানি ভারতে তাদের একটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে। ভারতে এই Gizmore স্মার্টওয়াচ কম দামে পাওয়া যাচ্ছে। এই স্মার্টওয়াচে ব্যবহার করা হয়েছে AMOLED ডিসপ্লে, মেটাল বডি, ওয়্যারলেস চার্জিংয়ের বিভিন্ন ধরনের আধুনিক ফিচার। বিশেষ করে মন কাড়বে এর লেদার স্ট্র্যাপ।
advertisement
3/7
এই নতুন স্মার্টওয়াচটির নাম Gizmore Prime এবং এর প্রারম্ভিক মূল্য ১,৭৯৯ টাকা। এখন কম দামে পাওয়া গেলেও পরে এই স্মার্টওয়াচ ২,৪৯৯ টাকায় পাওয়া যাবে। গ্রাহকরা ২৯ জুন থেকে কোম্পানির ওয়েবসাইট এবং Flipkart থেকে এই ঘড়িটি কিনতে পারবেন। এটি কালো এবং বাদামি রঙের বিকল্পে লঞ্চ করা হয়েছে।
advertisement
4/7
Gizmore Prime-এর ফিচার সম্পর্কে কথা বললে বলতে হয় যে, এতে রয়েছে ১.৪৫ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এর সঙ্গে অলওয়েজ-অন-ডিসপ্লে ফিচারও পাওয়া যাবে।
advertisement
5/7
কোম্পানির দাবি অনুযায়ী, এই স্মার্টওয়াচ একবার চার্জ দিলে একটানা ১০ দিন চালানো যাবে। ফিটনেসের কথা মাথায় রেখে এই স্মার্টওয়াচে ১০০টিরও বেশি স্পোর্টস মোড দেওয়া হয়েছে। এই স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং ফাংশনও দেওয়া হয়েছে। এই জন্য এই স্মার্টওয়াচে একটি স্পিকার এবং মাইক্রোফোন রয়েছে।
advertisement
6/7
স্বাস্থ্যের জন্য এতে রয়েছে ২৪x৭ হার্ট রেট ট্র্যাকার, ব্লাড অক্সিজেন সেন্সর, ক্যালোরি কাউন্টার, স্লিপ ট্র্যাকার, মাসিক ট্র্যাকার, স্ট্রেস মনিটর এবং হাইড্রেশন অ্যালার্ট সিস্টেম। এই স্মার্টওয়াচ হিন্দি ভাষাও সাপোর্ট করে।
advertisement
7/7
এছাড়াও ইন-বিল্ট ক্যালকুলেটর, টাইমার, স্টপওয়াচ এবং আবহাওয়া আপডেটের ফিচারও দেওয়া হয়েছে এই স্মার্টওয়াচে। এটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP67 সার্টিফায়েড। অ্যালেক্সা এবং সিরিও এই স্মার্টওয়াচে সাপোর্ট করে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Smartwatch: একবার চার্জেই ১০ দিন, একশোরও বেশি স্পোর্টস মোড! ২ হাজার টাকার কমেই এই স্মার্টওয়াচ মন জয় করবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল