TRENDING:

Geyser: শীতকাল আসছে! গিজার ব্যবহার করার আগে করুন এই 'কাজ'...! হঠাৎ চালালে হতে পারে বিস্ফোরণ

Last Updated:
Geyser Servicing: যদি গিজার এক বছরেরও বেশি সময় ধরে কাজ করে থাকে, তবে নিশ্চিত করতে হবে যে প্রতি ৬ মাস পর পর এটির সার্ভিসিং করানো হচ্ছে।
advertisement
1/8
শীতকাল আসছে! গিজার ব্যবহার করার আগে করুন এই 'কাজ'...! হঠাৎ চালালে হতে পারে বিস্ফোরণ
যাঁদের বাড়িতে এসি ব্যবহার করা হয়, তাঁরা সবাই জানেন যে যদি দীর্ঘ সময় ধরে এসি ব্যবহার না করা হয় তবে আবার এসি চালু করার আগে সার্ভিসিং করা দরকার। অর্থাৎ, গ্রীষ্মের মরশুম আসার সঙ্গে সঙ্গেই এসি চালু করার আগে এসি সার্ভিসিং করে নেওয়া উচিত।
advertisement
2/8
শীতকাল আসছে! গিজার ব্যবহার করার আগে করুন এই 'কাজ'...! হঠাৎ চালালে হতে পারে বিস্ফোরণ
প্রচণ্ড গরম এবং ভারী বর্ষার পর এবারে ভারতে ধীরে ধীরে শীতের মরশুম শুরু হবে। এমন পরিস্থিতিতে এসির বদলে এখন গিজার ব্যবহারের দিন শুরু হবে। কিন্তু অনেকের মনেই এই প্রশ্ন জাগছে যে এসির মতো গিজারেও নতুন মরশুমে সার্ভিসিং করা দরকার কিনা।
advertisement
3/8
এর সঠিক উত্তর হল- হ্যাঁ, দরকার। এসির মতো গিজারেরও নিয়মিত সার্ভিসিং প্রয়োজন। যাতে গিজার আরও ভাল কাজ করতে পারে। এখন প্রশ্ন হল গিজার কখন সার্ভিসিং করা উচিত।
advertisement
4/8
ক্রম্পটন তাঁর এক ব্লগে জানিয়েছে, যাঁরা নতুন গিজার কিনবেন তাঁদের গিজার কেনার পর ১২ মাস অর্থাৎ এক বছরের মধ্যে একজন পেশাদার দ্বারা গিজারের সার্ভিসিং করিয়ে নেওয়া উচিত।
advertisement
5/8
এছাড়াও, যদি গিজার এক বছরেরও বেশি সময় ধরে কাজ করে থাকে, তবে নিশ্চিত করতে হবে যে প্রতি ৬ মাস পর পর এটির সার্ভিসিং করানো হচ্ছে।
advertisement
6/8
প্রয়োজন অনুযায়ী যাতে গিজার সঠিক ভাবে কাজ করতে পারে তার জন্য ওয়াটার হিটারের রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি গিজারের নিয়মিত সার্ভিসিং না করা হয় তবে গিজারে স্কেলিং ঘটতে পারে, যার ফলে গিজারের হিটিং রডের জলে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম জমা হতে পারে। এতে আরও ক্ষতির সম্ভাবনা রয়েছে।
advertisement
7/8
যা সবচেয়ে খারাপ, তা হল এক্ষেত্রে অনেকসময় আমাদের গিজার লিক করতে পারে বা ফেটে যেতে পারে। গিজার সার্ভিসিং কখন প্রয়োজন? যদি গিজার শব্দ করতে শুরু করে।
advertisement
8/8
যদি গিজার ফুটো হতে শুরু করে। যদি গিজার জল গরম করতে সময় নেয়। যদি বিদ্যুতের আলো না জ্বলে বা বার বার বন্ধ হয়ে যায়।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Geyser: শীতকাল আসছে! গিজার ব্যবহার করার আগে করুন এই 'কাজ'...! হঠাৎ চালালে হতে পারে বিস্ফোরণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল