TRENDING:

Genral Knowlerdge Story: খেয়াল করে দেখেছেন সুইচ অফ করার পরেও ফ্যান ঘোরে? ৯৯ শতাংশই এর আসল কারণ জানে না

Last Updated:
Genral Knowlerdge Story: যেমন একটি চলন্ত গাড়ির ইঞ্জিন অফ করলেও গাড়িটি খানিকটা সামনে এগোতেই থাকে, ফ্যানের ক্ষেত্রেও একই কারণ৷
advertisement
1/7
খেয়াল করে দেখেছেন সুইচ অফ করার পরেও ফ্যান ঘোরে? ৯৯ শতাংশই এর আসল কারণ জানে না
প্রবল গরমে কষ্ট পান অনেকেই। কখনও শুকনো গরম, কখনও আবার আর্দ্রতা বৃদ্ধির কারণে প্যাঁচ প্যাঁচে গরম৷ কিন্তু গরম লাগলেও আর্থিক কারণে সবার পক্ষে বাড়িতে এসি লাগানো সম্ভব হয় না৷
advertisement
2/7
তখন ভরসা পাখাই। আজকাল আবার ফ্যাশনদুরস্ত সিলিং ফ্যানও বাজারে এসে গিয়েছে। যা ইনস্টল করলে অন্দরসজ্জায় একটা আলাদা মাত্রা যোগ হয়।
advertisement
3/7
সিলিং ফ্যান বন্ধ করার কিছুক্ষণ পরেও চলতে থাকে৷ জড়তার ধারণা অনুসারে প্রত্যেক বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়। কোনো বস্তু যদি স্থির থাকে তবে সেটি স্থিরই থাকতে চায়। আবার বস্তু গতিশীল থাকলে এটি গতিশীল থাকতে চায়। সুইচ অন থাকলে পাখা ঘূর্ণন গতিতে গতিশীল থাকে, যখন সুইচ বন্ধ করে দেওয়া হয় তখন জড়তার কারণে পাখা তার ঘূর্ণন গতি বজায় রাখতে চায়। তাই সুইচ বন্ধ করার সঙ্গে সঙ্গে না থেমে বেশ কিছু সময় ধরে ঘুরতে থাকে।
advertisement
4/7
ঠিক যেমন একটি চলন্ত গাড়ির ইঞ্জিন অফ করলেও গাড়িটি খানিকটা সামনে এগোতেই থাকে, ফ্যানের ক্ষেত্রেও একই কারণ৷
advertisement
5/7
এই গরমে ফ্যানের গতি কমে গেলে আবার বেজায় মুশকিল৷ কীভাবে এই গতি বাড়াতে পারেন তাও জেনে রাখুন।
advertisement
6/7
প্রসঙ্গত, জেনে রাখুন ফ্যানের গতি কম হওয়ার পিছনে রয়েছে বেশ কিছু কারণ। তবে সাধারণত খারাপ ক্যাপাসিটরের কারণেই ফ্যানের গতি কমে যায়।
advertisement
7/7
প্রথমে এর ক্যাপাসিটর পরিবর্তন করুন। এর ক্যাপাসিটর পরিবর্তন করা হলে এটি আবার নতুন ফ্যানের মতো দ্রুত চলতে শুরু করবে। আর এর জন্য কিন্তু বাইরে থেকে লোক ডাকার প্রয়োজন পরে না। আপনি নিজেও এটি পরিবর্তন করতে পারেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Genral Knowlerdge Story: খেয়াল করে দেখেছেন সুইচ অফ করার পরেও ফ্যান ঘোরে? ৯৯ শতাংশই এর আসল কারণ জানে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল