General Knowledge: ল্যাপটপ, কম্পিউটারের কি-বোর্ডে F এবং J অক্ষরের উপর দাগ থাকে কেন বলুন তো? কারণটা জানলে মাথা ঘুরে যাবে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Key board F and J button: কম্পিউটার বা ল্যাপটপের কি-বোর্ডের দিকে ভাল করে তাকালেই দেখা যাবে F এবং J, এই দুটি বোতামের ঠিক নীচের দিকেই থাকে দুটি দাগ। কখনও ভেবে দেখেছেন কেন থাকে এই দুই অক্ষরের ওপরেই দেওয়া থাকে এমন চিহ্ন।
advertisement
1/8

কম্পিউটার, ল্যাপটপ বর্তমানে বেশিরভাগ সকলেরই নিত্যসঙ্গী। অফিসের কাজ হোক বা পড়াশোনা, ল্যাপটপের একছত্র রাজ্যপাট বেশিরভাগ জায়গাতেই। কিন্তু এই ল্যাপটপ, কম্পিউটার নিয়েই অনেক তথ্য এখনও অনেকেরই অজানা।
advertisement
2/8
কম্পিউটার বা ল্যাপটপের কি-বোর্ডের দিকে ভাল করে তাকালেই দেখা যাবে F এবং J, এই দুটি বোতামের ঠিক নীচের দিকেই থাকে দুটি দাগ।
advertisement
3/8
কখনও ভেবে দেখেছেন কেন থাকে এই দুই অক্ষরের ওপরেই দেওয়া থাকে এমন চিহ্ন। এই চিহ্নের আসল অর্থ কী? অন্য কোনও অক্ষরের উপরে কেন থাকে না? এমন সাধারণ কিন্তু অজানা প্রশ্নের উত্তর রইল এই প্রতিবেদনে।
advertisement
4/8
এফ এবং জে-এর তলায় এই দুই চিহ্ন দেওয়া হয়েছে টাইপিং-এর কারণে। মূল উদ্দেশ্য হল টাইপিং-এর গতি বাড়ানো।
advertisement
5/8
যিনি টাইপ করছেন তিনি যাতে কি-বোর্ডের দিকে না তাকিয়েই টাইপ করতে পারেন, সে জন্যেই দেওয়া থাকে এই দুই চিহ্ন। কিন্তু টাইপিং-এর গতি বাড়ানোর উদ্দ্যেশ্যে কেন বেছে নেওয়া কেবল এই দুটি অক্ষর? অন্য অক্ষরগুলি কেন নয়?
advertisement
6/8
আসলে, এই দুটি বোতাম কিবোর্ডের ঠিক মাঝখানে এবং তাদের চারপাশের বোতামগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অতএব, এই বোতামগুলি চিহ্নিত করার মাধ্যমে, টাইপারের পক্ষে অন্যান্য বোতামগুলিতে পৌঁছানো সহজ হয়ে যায়।
advertisement
7/8
অবশ্য এর মূল কারণ জানতে গেলে একেবারে পৌঁছে যেতে হবে টাইপরাইটারের আদি ইতিহাসে। তখন টাইপরাইটারে টাইপ করতে হলে দুই হাতের আঙুল নির্দিষ্ট জায়গায় রাখতে হত।
advertisement
8/8
এই চিহ্নগুলির সাহায্যে টাইপার আঙ্গুলের সঠিক অবস্থান জানতে পারে। যখন কম্পিউটার এবং কীবোর্ড এল, তখনও প্রাচীন পন্থা অনুসরণ করেই থেকে গিয়েছে এই দুটি চিহ্ন।