Airplane Mode: ফ্লাইট মোড আসলে কী? প্লেনে সফরের সময় মোবাইলে এয়ারপ্লেন মোড অন রাখতে হয়? জানুন আসল সত্য
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
অনেকের মনেই প্রশ্ন জাগে, সত্যিই এটার কোনও প্রয়োজন রয়েছে! নির্দেশ উপেক্ষা করলে কি কোনও বিপদ ঘটতে পারে!
advertisement
1/8

বিমান সফরের সময় মোবাইল ফোনটি বন্ধ করে রাখারই নিয়ম। তবে ‘ফ্লাইট মোড’-ও অন করে রাখা যায় মোবাইলে। এমনটা আমরা সকলেই জানি। কারণ প্রতিবার উড়ানের আগেই ফ্লাইট অ্যাটেনডেন্ট প্রত্যেকের স্মার্টফোনকে এয়ারপ্লেন মোডে রাখার অনুরোধ করেন।
advertisement
2/8
কিন্তু কেন এমন নির্দেশিকা দেওয়া হয়! অনেকের মনেই প্রশ্ন জাগে, সত্যিই এটার কোনও প্রয়োজন রয়েছে! নির্দেশ উপেক্ষা করলে কি কোনও বিপদ ঘটতে পারে! জেনে নেওয়া যাক বিস্তারিত—
advertisement
3/8
আসলে প্রতিবার উড়ান শুরুর আগেই মোবাইল বন্ধ করে দেওয়ার বা ফ্লাইট মোড অন করার অনুরোধ করেন বিমান সেবক। তারপর, সমস্ত যাত্রীই তাঁদের স্মার্টফোনগুলি ফ্লাইট মোডে রেখে দেন। কিন্তু যদি বিমান সফরের সময় কেউ স্মার্টফোনটি ফ্লাইট মোডে না রাখেন তাহলে কী হতে পারে!
advertisement
4/8
এই বিষয়ে বিস্তারিত জ্ঞান থাকা দরকার। কারণ, এমন ভুল করলে নিজের সঙ্গে অন্য যাত্রীদের জীবনও ঝুঁকিতে ফেলতে পারেন কোনও ব্যক্তি।
advertisement
5/8
বিমান নেভিগেশনের মাধ্যমে আকাশে তার দিক ও পথ নির্ধারণ করে। এই সময়ে যদি স্মার্টফোন বন্ধ রাখা না হয়, বা ফ্লাইট মোড ব্যবহার না করা হয়, তাহলে বিমানের নেভিগেশন সিস্টেমে সমস্যা হতে পারে। তার ফল হতে পারে মারাত্মক। বিমানটি পথ হারিয়ে ফেলতে পারে, যার পরিণতি হতে পারে দুর্ঘটনা।
advertisement
6/8
সেলুলার নেটওয়ার্ক ফ্লাইট মোডে থাকলে বিমানের যাত্রাপথে কোনও ভাবেই নেভিগেশনকে প্রভাবিত করে না। কিন্তু হঠাৎ ফোনটির ফ্লাইট মোডের বদলে সেলুলার নেটওয়ার্ক চালু হয়ে গেলে বিমানের নেভিগেশনে প্রভাব পড়তে পারে।
advertisement
7/8
নেভিগেশনের কাজই হলো বিমানকে পথ দেখানো। যদি বিমানের নেভিগেশন প্রভাবিত হয়, তবে বিমান পথ হারিয়ে নির্দিষ্ট অবস্থান থেকে দূরে অন্য কোনও স্থানে পৌঁছাতে পারে। সেখানে বিমানটি কোনও দুর্ঘটনার মুখে পড়তে পারে। অথবা, পথ হারিয়ে দীর্ঘক্ষণ আকাশে থাকলে জ্বালানী ফুরিয়ে যাওয়ার মতো সমস্যাও হতে পারে।
advertisement
8/8
ফলে দুর্ঘটনার আশঙ্কা কয়েকগুণ বেড়ে যেতে পারে। তাই এই বিষয়ে সতর্ক থাকা দরকার।