TRENDING:

Electric Bill For Fans : সিলিং ফ্যান এক ঘণ্টা চললে কত টাকা বিল তোলে? সহজ হিসেব, জানা থাকলে ইলেকট্রিক বিলের খরচ কমবে

Last Updated:
Electric Bill And Ceiling Fan- গরমের সময় মাস শেষে বিদ্যুৎ বিল দেখে অনেকেই চমকে ওঠেন। আপনি কি জানেন, প্রতিদিন সিলিং ফ্যান চালালে মাসে আসলে ঠিক কত টাকা বিদ্যুৎ খরচ হয়? একটু সহজভাবে হিসাব করলেই কিন্তু জানা যায়!
advertisement
1/5
সিলিং ফ্যান এক ঘণ্টা চললে কত টাকা বিল তোলে? সহজ হিসেব জেনে নিন
গরমের দিন যেন বছর শেষ হচ্ছে না! অক্টোবর মাসেও ফুল স্পিডে ফ্য়ান চলছে প্রায় প্রতিটি বাড়িতে। শীতের শিরশিরানি পর্যন্ত এখনও নেই। এমনকী অনেকে এখনও এসি পর্যন্ত চালাচ্ছেন।
advertisement
2/5
গরমের সময় মাস শেষে বিদ্যুৎ বিল দেখে অনেকেই চমকে ওঠেন। আপনি কি জানেন, প্রতিদিন সিলিং ফ্যান চালালে মাসে আসলে ঠিক কত টাকা বিদ্যুৎ খরচ হয়? একটু সহজভাবে হিসাব করলেই কিন্তু জানা যায়!
advertisement
3/5
সাধারণত একটি সিলিং ফ্যান ৭০ থেকে ১০০ ওয়াট বিদ্যুৎ খরচ করে। ধরা যাক, আপনি প্রতিদিন সিলিং ফ্যান ১০ ঘণ্টা চালান এবং ফ্যানটি ৭০ ওয়াটের।সেক্ষেত্রে প্রতিদিন খরচ হবে : ৭০ ওয়াট × ১০ ঘণ্টা = ৭০০ ওয়াট = ০.৭ কিলোওয়াট (১ কিলোওয়াট = ১০০০ ওয়াট)।
advertisement
4/5
যদি প্রতি ইউনিট (কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুতের দাম হয় ৭ টাকা ৫০ পয়সা, তাহলে প্রতিদিন ফ্যান চালাতে খরচ হবে: ০.৭ × ৭.৫০ = ৫ টাকা ২৫ পয়সা। এটাই হল সব থেকে সহজ হিসেব। এখান থেকে আপনি এক ঘণ্টা ফ্যান চললে কত খরচ হবে, সেটাও হিসেব করে নিতে পারবেন।
advertisement
5/5
আপনার বাড়ির সিলিং ফ্যান যদি ১০০ ওয়াটের হয়, তা হলে মাসিক খরচ হতে পারে প্রায় ২২৫ টাকা। তবে এখন বাজারে অনেক কম ওয়াটের ফ্যানও পাওয়া যায়। বিএলডিসি ফ্যান হলে মাসে বিদ্যুতের বিল অনেকটাই কম আসবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Electric Bill For Fans : সিলিং ফ্যান এক ঘণ্টা চললে কত টাকা বিল তোলে? সহজ হিসেব, জানা থাকলে ইলেকট্রিক বিলের খরচ কমবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল