TRENDING:

General Knowledge Story: ভারতে কে প্রথম মোবাইলে কথা বলেছিলেন, জানেন কী? নামটা শুনলে অবাক হবেন!

Last Updated:
General Knowledge: আমাদের দেশে মোবাইল ফোন ব্যবহার করে প্রথম কলটি কে করেছিলেন? এর উত্তর জানা আছে কি? না জানলে শুনে নিন বিশদে
advertisement
1/8
ভারতে কে প্রথম মোবাইলে কথা বলেছিলেন, জানেন কী? নামটা শুনলে অবাক হবেন!
ভারতে মোবাইল ফোন চালু হওয়ার প্রায় তিন দশক কেটে গেল। আর মোবাইল ফোন বা মুঠোফোন আসার পরে যোগাযোগের ক্ষেত্রে যেন এক আমূল পরিবর্তন ঘটে গিয়েছে। মোবাইল প্রযুক্তির আবিষ্কারের আগে প্রত্যেক বাড়িতে যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে উঠেছিল ল্যান্ডলাইন টেলিফোন। মোবাইল ফোন চালু হওয়ার পরেও ল্যান্ডলাইন কিন্তু বহু বছর ধরে উল্লেখযোগ্য যোগাযোগের মাধ্যম হয়ে থেকেছে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে ল্যান্ডলাইনের জায়গা নিয়েছে মোবাইল ফোন। আর কালক্রমে তা যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে।
advertisement
2/8
কিন্তু এবার একটা প্রশ্ন রয়েছে। সেটা হল - ভারতে মোবাইলে প্রথম কলটি কে করেছিলেন? অধিকাংশ মানুষই অবশ্য এর সঠিক উত্তর জানেন না। তাহলে আজ সেটাই জেনে নেওয়া যাক।
advertisement
3/8
সেই দিনটা ছিল ১৯৯৫ সালের ৩১ জুলাই। প্রথমবার মোবাইল কলের সাক্ষী হল গোটা দেশ। ভারতের যোগাযোগের ক্ষেত্রে তৈরি হল এক ইতিহাস। আর মোবাইল ফোনে প্রথম কলটি করেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু।
advertisement
4/8
তিনি ওই কলটি করেছিলেন সেই সময়কার ইউনিয়ন কমিউনিকেশনস মন্ত্রী সুখ রামকে। ঐতিহাসিক এই মুহূর্তটি কেবল মোবাইল যোগাযোগের সূচনাই করেনি, সেই সঙ্গে তা চূড়ান্ত মোবাইল বিপ্লবের মঞ্চও তৈরি করেছে।
advertisement
5/8
সময় আজ দ্রুত এগিয়ে যাচ্ছে। আর যোগাযোগের প্রেক্ষাপটে এসেছে একটি ব্যাপক রূপান্তর। আজকের দিনে দাঁড়িয়ে ভারতে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১১৫ কোটি ছাড়িয়ে গিয়েছে। সারা বিশ্বে সমস্ত মোবাইল ব্যবহারকারীর হিসেবের নিরিখেও প্রথম স্থানেই রয়েছে ভারত। আবার স্মার্টফোন ব্যবহারকারীর নিরিখে সারা বিশ্বে প্রথম স্থানে রয়েছে চিন। তারপরেই ভারতের স্থান।
advertisement
6/8
এই রূপান্তরের একটি উল্লেখযোগ্য অনুঘটক হিসেবে কাজ করেছে ময়দানে Reliance Jio-র প্রবেশ। যার নেতৃত্বে রয়েছেন মুকেশ আম্বানি। সাধারণ গ্রাহকদের ফ্রি কল এবং সাশ্রয়ী ডেটা প্ল্যান প্রদান করছে Reliance Jio। আর এভাবেই Reliance Jio টেলিকম মার্কেটে একটি দৃষ্টান্তমূলক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।
advertisement
7/8
আর মার্কেটে Reliance Jio-র প্রবেশের পরে অন্যান্য টেলিকম অপারেটররা নিজেদের প্ল্যানের দাম কমাতে বাধ্য হয়েছে। ফলে মোবাইল ইন্টারনেট এবং কলের দাম কমানো হয়েছে। যা কোটি কোটি ব্যবহারকারীর জন্য সাশ্রয়ী এবং সুবিধাজনক হয়ে উঠেছে।
advertisement
8/8
আর সবথেকে চমকপ্রদ বিষয় হল, আজকের দিনে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম হিসেবেই আটকে নেই। বরং তা শিক্ষা, ব্যবসা, বিনোদন এবং সামাজিকতা - এই সমস্ত ক্ষেত্রে প্রযোজনীয় টুল হয়ে উঠেছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
General Knowledge Story: ভারতে কে প্রথম মোবাইলে কথা বলেছিলেন, জানেন কী? নামটা শুনলে অবাক হবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল