TRENDING:

Laptop Buying Guide: নতুন ল্যাপটপ কিনতে চাইছেন? অবশ্যই দেখে নিন এই ফিচারগুলি, নইলে পুরো টাকা নষ্ট!

Last Updated:
Laptop Tips: ল্যাপটপে কতটা RAM থাকা দরকার? আর কম্পিউটারের আয়ুর উপর কেমন প্রভাব RAM-এর? জানুন বিশদে
advertisement
1/9
নতুন ল্যাপটপ কিনতে চাইছেন? অবশ্যই দেখে নিন এই ফিচারগুলি, নইলে পুরো টাকা নষ্ট!
আমাদের রোজকার কাজের বোঝা বেড়ে যাচ্ছে। ফলে আমাদের ল্যাপটপের উপর চাপও বাড়ছে। নতুন এবং শক্তিশালী সফটওয়্যারের উপর কাজ করতে হচ্ছে। এক্ষেত্রে RAM বা Random Access Memory ল্যাপটপের কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে।
advertisement
2/9
যদিও আজকের দিনেও ৮ জিবি অথবা তার কম RAM-এর ল্যাপটপও বাজারে পাওয়া যায়। কিন্তু বর্তমানে ১৬ জিবি RAM নতুন স্ট্যান্ডার্ড তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন যে, আধুনিক ল্যাপটপে ১৬ জিবি RAM থাকা আবশ্যক। কিন্তু কেন। সেটাই জেনে নেওয়া যাক।
advertisement
3/9
উদাহরণ হিসেবে Google Chrome-এর মতো ব্রাউজারের কথা বলা যেতে পারে। কখনও কখনও প্রতিটি ট্যাব RAM-এর কয়েকশো ট্যাব ব্যবহার করে থাকে। কিছু ক্ষেত্রে তা ১ জিবি পর্যন্ত পৌঁছে যেতে পারে। এর পাশাপাশি macOS অথবা Windows-এর মতো অপারেটিং সিস্টেমের দৈনিক কাজের জন্য আরও বেশি RAM-এর প্রয়োজন হয়। এই ভাবে দৈনিক কাজের জন্য ১৬ জিবি-র কম RAM অপর্যাপ্ত হয়ে উঠছে।
advertisement
4/9
মাল্টিটাস্কিং এবং প্রোডাক্টিভিটি: RAM-এর পরিমাণ বাড়ানো হলে ল্যাপটপ আরও বেশি কাজ করতে পারবে। যা বহু পরিস্থিতিতেই উপযোগী হয়ে উঠবে। আবার পড়ুয়াদের বেসিক ওয়েব ব্রাউজিং-সহ নানা কাজের জন্যই একাধিক অ্যাপ লাগে।
advertisement
5/9
এছাড়া কন্টেন্ট ক্রিয়েশনের জন্যও শক্তিশালী সফটওয়্যার ব্যবহার করতে হয়। এক্ষেত্রে সহায়ক হতে পারে ১৬ জিবি RAM। আসলে RAM যত বেশি হবে, তাতে Adobe Photoshop-এর মতো ডিজাইন সফটওয়্যারও রান করতে সুবিধা হবে।
advertisement
6/9
গেমার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য: যাঁরা গেম খেলেন, তাঁদের বিশেষ ভাবে বেশি RAM-এর প্রয়োজন হয়। আসলে গেমগুলি জটিল থাকে। যার জন্য বেশি মেমোরির প্রয়োজন হয়। এক্ষেত্রে মুশকিল আসান হতে পারে ১৬ জিবি RAM।
advertisement
7/9
এখানেই শেষ নয়, ৮ জিবি RAM আবার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যথেষ্ট নয়। আসলে হাই-রেজোলিউশন ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইনের জন্য বেশি পরিমাণ RAM-এর প্রয়োজন হয়। কম RAM থাকলে কিন্তু নানা সমস্যা দেখা দিতে পারে। কাজও মসৃণ ভাবে হয় না।
advertisement
8/9
৮ জিবি RAM-এর সুবিধা ও সীমাবদ্ধতা: ৮ জিবি RAM কিন্তু খুব খারাপ নয়। যাঁরা ব্রাউজিং, ডকুমেন্ট এডিটিং অথবা স্ট্রিমিংয়ের মতো প্রাথমিক কাজ করেন, তাঁদের জন্য ৮ জিবি RAM খুবই ভাল। আসলে বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ ৩০০০০ টাকা কিংবা তার কমেও পাওয়া যায়।
advertisement
9/9
কিন্তু আরও প্রোডাক্টিভিটি, গেমিং এবং ক্রিয়েটিভ কাজের জন্য যদি ল্যাপটপ ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে আদর্শ বিকল্প হতে পারে ১৬ জিবি RAM-এর ল্যাপটপই। মেমোরি বেশি থাকলে ভবিষ্যতের জন্যও তা উপযোগী হয়ে উঠবে। আর ল্যাপটপের আয়ুও বাড়বে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Laptop Buying Guide: নতুন ল্যাপটপ কিনতে চাইছেন? অবশ্যই দেখে নিন এই ফিচারগুলি, নইলে পুরো টাকা নষ্ট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল