Google: ১ মিনিটে আয় ২ কোটি! সার্চ করতে এক পয়সা লাগে না, তাও কোটি কোটি টাকা কীভাবে আয় করে গুগল? জানলে অবাক হবেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
How Google Earn Money: সারাবিশ্বে গুগলের ব্যবহারকারীর সংখ্য কোটি কোটি। এক পয়সাও খরচ না করেই মিলছে গুগলের পরিষেবা। সম্পূর্ণ ফ্রি-তেই সার্ভিস দিচ্ছে গুগল। কিন্তু কখনও ভেবে দেখেছেন, তাহলে গুগলের আয় হয় কীভাবে?
advertisement
1/11

গুগল, এই শব্দ বর্তমানে সকলের কাছে নিজের নামের মতোই চেনা। বিশ্বজুড়ে কোটি কোটি প্রতি মুহূর্তে ব্যবহার করছে এই সার্চ ইঞ্জিন। কিছু জানতে হোক বা খুঁজতে, ভরসা সেই গুগল। প্রতি মিনিটে লক্ষ লক্ষ মানুষ গুগলে কিছু না কিছু সার্চ করছে। গুগলে শেয়ার করলেই মিলবে উত্তর।
advertisement
2/11
সারাবিশ্বে গুগলের ব্যবহারকারীর সংখ্য কোটি কোটি। যাই সার্চ করা হোক, উত্তর তৈরি। এক পয়সাও খরচ না করেই মিলছে গুগলের পরিষেবা। সম্পূর্ণ ফ্রি-তেই সার্ভিস দিচ্ছে গুগল। কিন্তু কখনও ভেবে দেখেছেন, তাহলে গুগলের আয় হয় কীভাবে?
advertisement
3/11
মিডিয়ায় প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, গুগলের প্রতি মিনিটে আয় প্রায় ২ কোটি টাকা। সম্পূর্ণ ‘বিনামূল্যে সার্ভিস’ দিচ্ছে এই সার্চ ইঞ্জিন। তাহলে এই বিপুল পরিমাণ টাকা কীভাবে আয় করছে গুগল।
advertisement
4/11
গুগলের আয়ের সবচেয়ে বড় উৎস হচ্ছে বিজ্ঞাপন। গুগলে কোনও কিছু অনুসন্ধান করলেই ওপরের দিকে কিছু বিজ্ঞাপন দেখতে পাবেন। যে কোম্পানি ওই অ্যাডভার্টাইজ বা বিজ্ঞাপন দিচ্ছে, তারা বিপুল পরিমাণ অর্থ প্রদান করে গুগলকে।
advertisement
5/11
আপনি যখন গুগলে কিছু অনুসন্ধান করেন, শীর্ষে কিছু বিজ্ঞাপন দেখতে পান। কোম্পানিগুলি এই বিজ্ঞাপনগুলির জন্য গুগলকে অর্থ প্রদান করে। এর থেকে গুগল অনেক টাকা পায়। এছাড়া ইউটিউবে বিজ্ঞাপনও দেখানো হয়, যেখান থেকে গুগল অনেক টাকা আয় করে।
advertisement
6/11
তবে, গুগলের সব সার্ভিস কিন্তু মোটেই ফ্রি নয়। বেশ কিছু সার্ভিস পেইড হয়। এগুলো ব্যবহারের বিনিময়ে ব্যবহারকারীদের টাকা দিতে হবে।
advertisement
7/11
Google ক্লাউড এবং প্রিমিয়াম সামগ্রীর মতো পরিষেবাগুলি অর্থের বিনিময়ে প্রদান করা হয়৷ গুগল এই পরিষেবা গুলি থেকে প্রচুর আয় করে।
advertisement
8/11
অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা গুগল তৈরি করেছে। যদিও অ্যান্ড্রয়েড ব্যবহার করার জন্য সরাসরি কোনও অর্থপ্রদান করা হয় না।
advertisement
9/11
তবে কোম্পানিগুলি গুগুলের অন্যান্য প্রোডাক্টস যেমন গুগল প্লে স্টোর এবং গুগল সার্ভিসেস ব্যবহার করলে টাকা দিতে হয়। এইভাবেই আয় করে গুগল।
advertisement
10/11
Google Play Store হল Google-এর একটি পরিষেবা, যেখানে Android স্মার্টফোনের জন্য অ্যাপ এবং গেম পাওয়া যায়। যদিও এই পরিষেবাটি ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে।
advertisement
11/11
ব্যবহারকারীরা বিনামূল্যে যেকোনও অ্যাপ এবং গেম ডাউনলোড করতে পারবেন। তবে, এটি কোম্পানির জন্য বিনামূল্যে নয়। গুগল প্লে স্টোর ব্যবহার করার জন্য কোম্পানিগুলিকে অর্থ প্রদান করতে হবে। এ থেকে ভাল আয় হয় গুগলের।