GK: রোড-ট্রিপ ভালবাসেন? ভারতীয় ড্রাইভিং লাইসেন্স থাকলে এই ১২টি দেশে গিয়ে নিশ্চিন্তে গাড়ি চালাতে পারবেন
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Indian Driving License countries: বিদেশে বেড়াতে গিয়ে গাড়ি চালিয়ে রোড ট্রিপে যেতে চান? চিন্তা নেই; কারণ এই দেশগুলিতে বৈধ ভারতীয় ড্রাইভিং লাইসেন্স
advertisement
1/8

অনেকেই গাড়ি চালাতে ভালবাসেন। আর মাখনের মতো বিদেশের রাজপথে গাড়ি ছোটানোর আনন্দ উপভোগ করতে চান। ফলে তাঁরা নিজে গাড়ি চালিয়ে বিদেশে রোড ট্রিপ করার স্বপ্নও দেখেন। কিন্তু মুশকিল হল, ভারতীয় ড্রাইভিং লাইসেন্স তো আর বিদেশে কাজ করবে না। চিন্তার কিছু নেই। কারণ বিশ্বের বেশ কয়েকটি দেশে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স একেবারেই বৈধ।
advertisement
2/8
কিন্তু কোন কোন দেশে ভারতীয় ড্রাইভিং লাইসেন্সের বৈধতা রয়েছে, সেটাই দেখে নেওয়া যাক। আসলে বলে রাখা ভাল যে, বিশ্বের মোট ১২টি দেশে ভারতীয় ড্রাইভিং লাইসেন্সের বৈধতা রয়েছে। তবে সেখানে কত সময়ের জন্য তা বৈধ, সেটাও জেনে রাখা উচিত।
advertisement
3/8
৩ থেকে ১২ মাসের বৈধতা: যাঁরা আমেরিকায় যেতে চান, তাঁদের ভারতীয় ড্রাইভিং লাইসেন্স সেখানে ১ বছরের জন্য বৈধ থাকবে। আবার মালয়েশিয়া এবং কানাডায় তিন মাসের জন্য ভারতীয় ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করা সম্ভব। এদিকে জার্মানি আর স্পেনে ৬ মাসের জন্য ভারতীয় ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালানো যেতে পারে।
advertisement
4/8
এর পাশাপাশি অস্ট্রেলিয়া, ইউকে, নিউজিল্যান্ড, স্যুইৎজারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, স্যুইডেন এবং সিঙ্গাপুরে ১ বছরের জন্য বৈধ ভারতীয় ড্রাইভিং লাইসেন্স। যদিও এই সমস্ত দেশগুলিতে গাড়ি চালানোর জন্য একটি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট বা আইডিপি থাকা জরুরি। তবে এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট পাওয়ার জন্য কী কী করণীয়, সেটাই জেনে নেওয়া যাক।
advertisement
5/8
ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট-এর জন্য কীভাবে আবেদন করা উচিত? আবেদন পত্র পূরণ: প্রথমে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এর পর সেখান থেকে Form 1A (মেডিকেল ফিটনেস ফর্ম) এবং Form 4A পূরণ করতে হবে।
advertisement
6/8
ডকুমেন্ট আপলোড: আবেদনপত্র পূরণ করার পরে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে অন্যতম হল নিজের ড্রাইভিং লাইসেন্স, আইডি প্রুফ এবং ঠিকানার প্রমাণপত্র।
advertisement
7/8
অনলাইনেই জমা করা: আবেদন পত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করার পরে তা সাবমিট করতে হবে। এরপরে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট পাওয়ার জন্য আবেদনকারীকে ড্রাইভিং টেস্ট বা গাড়ি চালানোর পরীক্ষায় পাশ করতে হবে।
advertisement
8/8
প্রতিবেদন অনুযায়ী, ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের ফি হল ১০০০ টাকা। ড্রাইভিংয়ের পরীক্ষায় পাশ করার পরে আবেদনকারীকে পারমিট দেওয়া হবে। আর এর সাহায্যে উপরোক্ত দেশগুলিতে অনায়াসে গাড়ি চালাতে পারবেন আবেদনকারী।