TRENDING:

Best Geyser for Bathroom: কমেছে আরও দাম! কোন গিজার আপনার বাথরুমের জন্য সেরা? কেনার আগে জানুন দোকানির টিপস

Last Updated:
Best Geyser for Bathroom: বাড়িতে গিজার ইনস্টল করার আগে, আপনাকে অবশ্যই জানতে হবে কোন উষ্ণপ্রস্রবণ সবচেয়ে ভাল। অনেক সময় মানুষ ভুল উষ্ণপ্রস্রবণ পেয়ে যায়, যা বিপজ্জনক প্রমাণিত হতে পারে।
advertisement
1/5
কমেছে আরও দাম! কোন গিজার আপনার বাথরুমের জন্য সেরা? কেনার আগে জানুন দোকানির টিপস
*শীতে গরম জলের জন্য আর চিন্তা নেই। খুব কম দামেও এখন আপনি গিজার কিনতে পারবেন। ইলেকট্রিক গিজার শুরু হয় মাত্র ৫ হাজার টাকা থেকে। গিজার ইনস্টল করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, যাতে কারও সঙ্গে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়া সঠিক গিজার ব্যবহার করতে হবে। গ্যাসযুক্ত গিজার বিপজ্জনক হতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
2/5
*গিজার দু-ধরনের হয়। ফিরোজাবাদের গিজার বিক্রেতা নীলেশ যাদব বলেন, শীতকালে মানুষ গরম জলের তৈরির জন্য গিজার ব্যবহার করে। গিজার দুই প্রকার। প্রথমটি বৈদ্যুতিক এবং দ্বিতীয়টি গ্যাসের। তবে কোন গিজার ভাল, তা অবশ্য বিক্রেতা স্পষ্ট করেননি। সংগৃহীত ছবি।
advertisement
3/5
*কিছু মানুষ গ্যাস গিজার ইনস্টল করে, তবে বন্ধ বাথরুমে গ্যাস গিজার থেকে দুর্ঘটনা ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই বদ্ধ বাথরুমে গ্যাস গিজার রাখা উচিত নয় বা গিজার বাইরে রেখে ভেতরে জলের ট্যাপ ব্যবহার করা যেতে পারে প্রয়োজনে। সংগৃহীত ছবি।
advertisement
4/5
*বৈদ্যুতিক গিজারে এ ধরনের কোনও সমস্যা নেই। কারণ বৈদ্যুতিক গিজারগুলি স্বয়ংক্রিয় হয়। কোনও সমস্যা হলে তারা নিজে নিজে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। কিন্তু গ্যাস গিজারে এমনটা হয় না। সংগৃহীত ছবি।
advertisement
5/5
*গিজারের দাম শুরু ৬ হাজার থেকেঃ আপনিও যদি বাড়িতেই গিজার বসানোর কথা ভাবছেন, তাহলে শীতকালে সবচেয়ে ভাল গিজার হচ্ছে বৈদ্যুতিক গিজার। দোকানদার জানান, ইলেকট্রিক গিজারের শুরু প্রায় ৬ হাজার টাকা এবং দোকানে দশ হাজার টাকা পর্যন্ত দামের গিজার পাওয়া যায়। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Best Geyser for Bathroom: কমেছে আরও দাম! কোন গিজার আপনার বাথরুমের জন্য সেরা? কেনার আগে জানুন দোকানির টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল