TRENDING:

Nahak Motors Electric Bycycles: ১০ পয়সায় এক কিমি পথ! পেট্রোলের চড়া দামের বাজারে এটাই হতে পারে সেরা বাহন

Last Updated:
পেট্রোল নিয়ে আর ভাবতে হবে না! এক কিমি রাস্তা যেতে খরচ মাত্র ১০ পয়সা।
advertisement
1/5
১০ পয়সায় এক কিমি পথ! পেট্রোলের চড়া দামের বাজারে এটাই হতে পারে সেরা বাহন
পেট্রোলের চড়া দাম। এই সময়ে ইলেকট্রিক ভেহিকেল যেন ভবিষ্যতে দেখাচ্ছে। একের পর এক ইলেকট্রিক ভেহিকেল-এর বুকিং শুরু হতেই শেষ। অর্থাত্ সাধারণ মানুষ এখন ইলেকট্রিক বাহনে আগ্রহী। ইলেকট্রিক সাইকেল নিয়েও এখন বহু মানুষ আগ্রহী।
advertisement
2/5
Nahak Motors জুলাই মাসে দুটি মডেল ভারতে লঞ্চ করেছে। Garuda और এবং Zippy.
advertisement
3/5
এই দুটি ইলেকট্রিক বাইসাইকেলে রিমুভেবল ব্যাটারি, এলসিডি ডিসপ্লে ও প্যাডেল সেন্সর টেকনোলজি থাকবে।
advertisement
4/5
এই সাইকেলে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে। বাড়িতে থাকা চার্জারে সহজে চার্জ হবে এই ব্যাটারি। ফুল চার্জ হতে সময় লাগবে তিন ঘণ্টা। ফুল চার্জে চলবে ৪০ কিমি পথ।
advertisement
5/5
Zippy ও Garuda, দুটি মডেলেই স্টিল ফ্রেম দেওয়া হয়েছে। ব্যাটারি শেষ হলে প্যাডেল করেও চালানো যাবে। এক কিমি রাস্তা যেতে খরচ হবে মাত্র ১০ পয়সা। গরুড় মডেলের দাম ৩১,৯৯৯। জিপ্পির ৩৩,৪৯৯।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Nahak Motors Electric Bycycles: ১০ পয়সায় এক কিমি পথ! পেট্রোলের চড়া দামের বাজারে এটাই হতে পারে সেরা বাহন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল