Oppo: দেশে এল আধুনিক ফিচার যুক্ত কোম্পানির মিড রেঞ্জের ফোন, কেমন হয়েছে Oppo A78?
- Published by:Sayani Rana
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
সম্প্রতি জনপ্রিয় মোবাইল কোম্পানি Oppo তাদের একটি মিড রেঞ্জের ফোন ভারতে লঞ্চ করেছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই ফোনের সমস্ত খুঁটিনাটি।
advertisement
1/7

ভারতে প্রতি বছর বিভিন্ন ধরনের বিভিন্ন দামের ফোন লঞ্চ করা হয়। মোবাইল কোম্পানিগুলির কাছে ভারতের বাজার হল প্রধান আকর্ষণ। কারণ ভারতের বাজারে প্রায় সারা বছর ধরেই বিভিন্ন ধরনের ফোনের চাহিদা থাকে। বাজেট ফোন, মিড রেঞ্জের ফোন থেকে শুরু করে বেশি দামের ফোনের চাহিদাও ভারতের বাজারে রয়েছে। এর জন্য জনপ্রিয় বিভিন্ন মোবাইল কোম্পানির কাছে ভারতের বাজার খুবই গুরুত্বপূর্ণ। ঠিক এই কারনেই অ্যাপলের আইফোন থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্টের দাম বেশি হলেও, ভারতে তারা নিজেদের এক্সক্লুসিভ স্টোর খুলেছে। তাই ভারতে প্রায় সারা বছর ধরেই কোনও না কোনও ফোন লঞ্চ হয়ে চলেছে। সম্প্রতি জনপ্রিয় মোবাইল কোম্পানি Oppo তাদের একটি মিড রেঞ্জের ফোন ভারতে লঞ্চ করেছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই ফোনের সমস্ত খুঁটিনাটি।
advertisement
2/7
Oppo A78 ভারতে লঞ্চ করা হয়েছে। এটি কোম্পানির সর্বশেষ ৪জি স্মার্টফোন। এতে ৮জিবি RAM সহ Snapdragon ৬৮০ প্রসেসর রয়েছে। এতে ৫০MP প্রাইমারি ক্যামেরাও দেওয়া হয়েছে।
advertisement
3/7
৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের জন্য Oppo A78 ফোনের দাম রাখা হয়েছে ১৭,৪৯৯ টাকা। এটি অ্যাকোয়া গ্রিন এবং মিস্ট ব্ল্যাক কালার অপশনে লঞ্চ করা হয়েছে। গ্রাহকরা এটি কোম্পানির অনলাইন স্টোর, ফ্লিপকার্ট এবং দোকান থেকে কিনতে পারবেন।
advertisement
4/7
Oppo A78-এর ফিচার সম্পর্কে কথা বললে বলতে হয় যে, ডুয়াল-সিম সাপোর্ট সহ এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ভিত্তিক ColorOS ১৩.১-তে চলে। এতে ৯০Hz রিফ্রেশ রেট সহ একটি ৬.৪২ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে।
advertisement
5/7
এই স্মার্টফোনটিতে ৮ জিবি LPDDR4X RAM এবং Adreno ৬১০ GPU সহ Qualcomm Snapdragon ৬৮০ প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে একটি ৫০MP প্রাইমারি ক্যামেরা এবং ২MP ডেপথ সেন্সর দেওয়া হয়েছে।
advertisement
6/7
সেলফি তোলার জন্য ফোনের সামনে একটি ৮MP ক্যামেরা রয়েছে। এর ইন্টারনাল মেমোরি ১২৮ জিবি, যা কার্ডের সাহায্যে বাড়ানো যায়। কানেকটিভিটির ক্ষেত্রে এই ফোনে 4G LTE, Wi-Fi, ব্লুটুথ 5, GPS এবং A-GPS সাপোর্ট রয়েছে।
advertisement
7/7
এই ফোনে ৫,০০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও চার্জ করার জন্য ৬৭W SuperVOOC চার্জিং রয়েছে। এতে চার্জ করার জন্য একটি USB Type-C পোর্টও রয়েছে।