TRENDING:

Fuel | Petrol | Diesel: বাইকে বা গাড়িতে এই নিয়ম মেনে প্রেট্রোল-ডিজেল ভরছেন তো? না হলে গরমে ঘটবে চরম সর্বনাশ! জানুন

Last Updated:
Fuel | Petrol | Diesel: সঠিক নিয়ম মেনে বাইক বা গাড়িতে তেল না ভরালেই বিপদ। জানুন
advertisement
1/6
বাইকে বা গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল ভরছেন? জানেন তো কী সর্বনাশ করছেন? সাবধান
গরমকালে অনেক নিয়ম মেনে চলতে হয় আমাদের। শরীরকে সুস্থ রাখতে নানা খাবার এই সময় খেতে হয়। ঠিক তেমন গরমকালে বাইক বা চারচাকার গাড়ির ক্ষেত্রেও মানতে হবে কিছু নিয়ম। photo source collected
advertisement
2/6
পেট্রোল বা ডিজেল চালিত গাড়ির ক্ষেত্রে এই নিয়ম অবশ্যই মানতে হবে। বেশি করে সতর্ক হতে হবে বাইক চালকদের। গরমে না হলেই ঘটতে পারে চরম বিপদ। photo source collected
advertisement
3/6
পাম্পে যাওয়া মানেই সকলেই একবারে ট্যাঙ্কি ফুল করে তেল ভরিয়ে নেন। প্রেট্রোল বা ডিজেল যাই হোক সকলেই চেষ্টা করেন একবারে অনেকটা ভরে নিতে। যাতে বার বার পাম্পে আসতে না হয়! photo source collected
advertisement
4/6
কিন্তু জানেন কী এই গরমে কখনই ট্যাঙ্কি ফুল করে পেট্রোল বা ডিজেল ভরতে নেই। পাম্পের কর্মীরা এই বিষয়ে অনেককে সতর্ক করছেন। ট্যাঙ্ক ভর্তি তেল থাকলে হতে পারে ভয়াবহ বিপদ। photo source collected
advertisement
5/6
পেট্রোল বা ডিজেল ট্যাঙ্ক সম্পূর্ণ ভর্তি হলে পাইপের মাধ্যমে গ্যাস থেকে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। তীব্র দাবদাহের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলির পেট্রোল বা ডিজেল ট্যাঙ্কের সঙ্গে সংলগ্ন পাইপের মধ্যে যদি গ্যাস জমে যায়, তাহলে প্রচন্ড রৌদ্রের তাপে সেখান থেকে আগুন ধরার সামান্যতম হলেইও সম্ভাবনা থেকে যায়! photo source collected
advertisement
6/6
তাই এই গরমে ট্যাঙ্কি পুরো ভর্তি না করাই ভাল। এ বিষয়ে সতর্কও করা হচ্ছে মানুষকে। তা ছাড়া ব্যাটারি চালিত গাড়িগুলির ক্ষেত্রে সমস্ত পার্টস প্রতিদিন চেক করা উচিত। সব থেকে বেশি এই তেল ভরার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বাইক চালকদের!photo source collected
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Fuel | Petrol | Diesel: বাইকে বা গাড়িতে এই নিয়ম মেনে প্রেট্রোল-ডিজেল ভরছেন তো? না হলে গরমে ঘটবে চরম সর্বনাশ! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল