Google I/O 2025: AI-তে নতুন বিপ্লব! Google I/O ২০২৫-এ এল এজেন্ট মোড ও আরও অনেক কিছু
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Google I/O 2025: Google ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করার জন্যই এই পদক্ষেপ। এর মধ্যে সবথেকে যে বিষয়টি নজর কেড়েছে, সেটি হল সার্চের জন্য এআই মোড।
advertisement
1/7

Google I/O 2025-এ একাধিক শক্তিশালী এআই উদ্ভাবন সামনে আনল টেক জায়ান্ট Google। মূলত ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করার জন্যই এই পদক্ষেপ। এর মধ্যে সবথেকে যে বিষয়টি নজর কেড়েছে, সেটি হল সার্চের জন্য এআই মোড। এটি ব্যবহারকারীদের আরও দীর্ঘ এবং বিস্তারিত প্রশ্ন এন্টার করার অনুমতি দেবে। এতে আরও ভাল সার্চ রেজাল্ট পাওয়া যায়। এই অনুষ্ঠানে Google Beam-ও প্রকাশ্যে আনল Google।
advertisement
2/7
এদিকে DeepMind-এর সিইও এবং নোবেলজয়ী ডেমিস হাসাবিস Gemini 2.5 Pro Deep Think-এর কথাও ঘোষণা করেছেন। এটি আসলে এটি হল প্যারালাল থিঙ্কিং টেকনিক ব্যবহারকারী একটি অ্যাডভান্সড রিসার্চ টুল। যা বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। এর পাশাপাশি, Google Meet-এ আবার লাইভ ট্রান্সলেশন ফিচারও চালু করা হয়েছে। অনুষ্ঠানে যা যা বিষয় সম্পর্কে ঘোষণা করা হয়েছে, সে সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
advertisement
3/7
Google-এর AI Search Mode: এই প্ল্যাটফর্মে একটি নতুন ফিচার চালু করেছে Google। যার নাম হল AI Mode। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য এটি লঞ্চ করা হয়েছে। এই AI Mode-এর সাহায্যে ব্যবহারকারীরা ট্র্যাডিশনাল সার্চ এন্ট্রির তুলনায় তিন গুণ দীর্ঘ প্রশ্ন এন্টার করতে পারবেন।
advertisement
4/7
Google Beam: Google I/O 2025-এ Google Beam নামে একটি নয়া কমিউনিকেশন টুল বাজারে এনেছে Google। এই ভিডিও চ্যাট এবং কনফারেন্সিং প্ল্যাটফর্ম রিয়েল টাইমে ক্যামেরা ব্যবহার করেই ব্যবহারকারীদের 3D অবতার বানিয়ে দিতে পারবে। এটা আসলে Project Starline-এর সবথেকে সহজ এবং সস্তার সংস্করণ। ব্যবহারকারীদের অ্যানিমেটেড ছবি বানিয়ে দেওয়ার জন্য এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরেই ভরসা করবে।
advertisement
5/7
Gemini 2.5 Pro Deep Think: নিজেদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম Gemini-র একটি নয়া ভার্সন এনেছে Google। যার নাম হল 2.5 Pro Deep Think। এই প্ল্যাটফর্মটি আরও স্মার্ট এবং দ্রুত হতে চলেছে। যা ব্যবহারকারীদের আরও ভাল অভিজ্ঞতা প্রদান করবে।
advertisement
6/7
Google Meet-এ লাইভ ট্রান্সলেশন ফিচার: Google Meet এমন একটা নতুন ফিচার লঞ্চ করছে, যা রিয়েল টাইম ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন করতে পারে। সাম্প্রতিক ডেমোয় এই টুলটি সফল ভাবে স্প্যানিশ ভাষা থেকে অনুবাদ করেছে। তাতে বক্তার বক্তব্য একেবারে ঠিকঠাক ভাবে বজায় রাখা হয়েছে। চলতি সপ্তাহের শুরু থেকে সাবস্ক্রাইবাররা বিটা ভার্সন ব্যবহার করতে পারেন। যা ইংরাজি এবং স্প্যানিশের মধ্যে লাইভ ট্রান্সলেশন সাপোর্ট করবে। খুব শীঘ্রই আরও ভাষার বিকল্প আনা হবে বলে আশা।
advertisement
7/7
রিয়েল টাইম AI ক্যামেরা শেয়ারিং ইন সার্চ: নিজেদের I/O ডেভেলপার কনফারেন্সে নিজেদের এআই-চালিত Live মোড ব্যবহার করার আরও দুটি পন্থা চালু করেছে Google। ব্যবহারকারীর ক্যামেরা বন্দি যে কোনও জিনিস সার্চ করার অনুমতি দেয় এই টুলটি। iOS-এ Gemini অ্যাপে তা লঞ্চ করা হয়েছে। অন্যদিকে প্রায় এক মাস ধরে Gemini-র অ্যান্ড্রয়েড ভার্সনে তা পাওয়া যাচ্ছে।