রিচার্জ করলেই Netflix ফ্রি, জিও ও এয়ারটেলের এই দুটি প্ল্যান জানেন? কোনটায় লাভ বেশি দেখুন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Netflix Subscription: বিনামূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন পেলে কেমন হয়? মন যে খুশিতে নেচে উঠবে বলার অপেক্ষা রাখে না।
advertisement
1/7

বিনামূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন পেলে কেমন হয়? মন যে খুশিতে নেচে উঠবে বলার অপেক্ষা রাখে না। কিন্তু দুঃখের বিষয় হল, জিও, এয়ারটেলের মতো টেলিকম অপারেটররা অধিকাংশ প্ল্যান থেকে বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন তুলে নিয়েছে।
advertisement
2/7
হতাশ হওয়ার কিছু নেই। জিও এবং এয়ারটেলের দুটি প্রিপেড প্ল্যানে এখনও নেটফ্লিক্স সাবস্ক্রিপশন মিলছে একেবারে বিনামূল্যে। দুটি প্ল্যানেরই মেয়াদ ৮৪ দিন। এতে মোবাইল ডেটা, কল, এসএমএস সুবিধার সঙ্গে বিনামূল্যে নেটফ্লিক্সের বেসিক প্ল্যানের সাবস্ক্রিপশনও মিলছে।
advertisement
3/7
জিও-র ১০৯৯ টাকার রিচার্জ প্ল্যান: জিও-র ১০৯৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। মোট ১৬৮ জিবি ডেটা মিলবে। অর্থাৎ প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটা। দৈনিক ডেটা কোটা শেষ হয়ে গেলে ৬৪ কেবিপিএসের ধীর গতির সীমাহীন ডেটা ব্যবহার করতে পারবেন ইউজার। এই প্ল্যানে সীমাহীন ভয়েস কল, প্রতিদিন ১০০টি এসএমএসের পাশাপাশি ৫জি অ্যাক্সেসেরও সুবিধা রয়েছে।
advertisement
4/7
তবে সবচেয়ে ভাল দিক হল, এই প্ল্যানে নেটফ্লিক্স মোবাইল সাবস্ক্রিপশন মিলবে একেবারে বিনামূল্যে। স্মার্টফোনে যত খুশি সিনেমা এবং টিভি শো দেখতে পারবেন ইউজার। পরিবারের বাইরে কাউকে নেটফ্লিক্সের পাসওয়ার্ড দেওয়া যায় না। সেদিক থেকেও এই প্ল্যান আদর্শ। এর পাশাপাশি জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউডের অ্যাক্সেসও পাবেন ইউজাররা।
advertisement
5/7
এয়ারটেলের ১৪৯৯ টাকার প্ল্যান: এয়ারটেলের ১৪৯৯ টাকার প্ল্যানের বৈধতাও ৮৪ দিন। এতে প্রতিদিন ৩ জিবি ডেটা, সীমাহীন কল এবং এসএমএসের পাশাপাশি নেটফ্লিক্সের বেসিক সাবস্ক্রিপশন মিলছে বিনামূল্যে। এছাড়াও সীমাহীন ৫জি ডেটা অ্যাক্সেস, বিনামূল্যে Wynk মিউজিক ও হ্যালো টিউনস এবং স্বাস্থ্যসেবা প্রয়োজনের জন্য ৩ মাসের Apollo 24x7 সার্কেল সাবস্ক্রিপশনও পাওয়া যাচ্ছে।
advertisement
6/7
বিনামূল্যে নেটফ্লিক্স-সহ জিও বনাম এয়ারটেলের প্ল্যান: দুটি প্ল্যানেরই নিজস্ব সুবিধা অসুবিধা রয়েছে। জিও দৈনিক ২জিবি ডেটা দিচ্ছে, সেখানে এয়ারটেল দিচ্ছে ৩ জিবি।
advertisement
7/7
জিও-র প্ল্যানে একটি মোবাইল বা ট্যাবলেটেই নেটফ্লিক্স দেখা যাবে। সেখানে এয়ারটেলে যে কোনও ডিভাইসেই নেটফ্লিক্স দেখতে পারবেন ইউজাররা। তবে জিও-র প্ল্যান এয়ারটেলের তুলনায় সস্তা। নেটফ্লিক্সে আগ্রহ না থাকলে জিও এবং এয়ারটেলে বিনামূল্যে Disney+ Hotstar, Prime-এর মতো ওটিটি প্ল্যাটফর্ম অ্যাক্সেসের প্ল্যানও রয়েছে।