Free 1 Year Recharge Offer: এক বছরের জন্য জিও-র রিচার্জ ফ্রি! জমজমাট অফারে কী করতে হবে জেনে নিন
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
Free 1 Year Recharge Offer: ধামাকা অফার নিয়ে এল জিও, বিনামূল্যে মিলবে ৩৬৫ দিনের রিচার্জ, শুধু করতে হবে এই কাজ, বর্তমানে এক বছরের রিচার্জের জন্য ৩,৫৯৯ টাকা খরচ করতে হয়। এখন এয়ারফাইবার কানেকশন নিলে সেটাই পাওয়া যাবে বিনা পয়সায়।
advertisement
1/7

ফের ধামাকা জিও-এর। এবার ৩৬৫ দিনের রিচার্জ একেবারে বিনামূল্যে। প্রিপেড গ্রাহকরা নিতে পারেন এই সুবিধা। তবে এর জন্য এয়ারফাইবার কানেকশন নিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে এই ঘোষণা করেছে জিও। Photo- Collected
advertisement
2/7
বর্তমানে এক বছরের রিচার্জের জন্য ৩,৫৯৯ টাকা খরচ করতে হয়। এখন এয়ারফাইবার কানেকশন নিলে সেটাই পাওয়া যাবে বিনাপয়সায়। সোজা কথায়, এয়ারফাইবার ব্রডব্যান্ড পরিষেবা বাড়ানোর লক্ষ্যেই জিও ফ্রি অফার নিয়ে এসেছে। Photo- Collected
advertisement
3/7
জিও ইউজারকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং My Jio অ্যাপের মাধ্যমে এয়ারফাইবার বুক করতে হবে। বুকিং চার্জ মাত্র ৫০ টাকা। শুধু তাই নয়, এয়ারফাইবার ফ্রিডম অফারের ৩ মাসের প্ল্যানে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ও দেওয়া হচ্ছে। Photo- Collected
advertisement
4/7
জিও-এর এয়ারফাইবার-এর এই প্ল্যান ২১২১ টাকায় পাওয়া যাচ্ছে। এতে ইউজাররা ৮০০-এর বেশি ডিজিটাল টিভি চ্যানেল, ১৩টিরও বেশি ওটিটি অ্যাপ এবং আনলিমিটেড ওয়াইফাই (প্রতি মাসে ১০০০ জিবি ডেটা FUP লিমিট সহ) পাবেন। Photo- Collected
advertisement
5/7
৩৫৯৯ টাকার প্ল্যানে কী কী মিলবে: এয়ারফাইবার বুক করা গ্রাহকদের মধ্যে থেকে লাকি ইউজাররা ৩৫৯৯৯ টাকার প্ল্যান বিনামূল্যে পাবেন। এই প্ল্যানে ৯১২.৫ জিবি ডেটা পাওয়া যায়। অর্থাৎ দৈনিক ২.৫ জিবি হাই স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহক। যাঁরা বেশি ডেটা ব্যবহার করতে চান তাঁদের জন্য এই প্ল্যান আদর্শ। Photo- Collected
advertisement
6/7
এছাড়াও ইউজাররা বিনামূল্যে আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুবিধাও পাবেন। অর্থাৎ ইউজারের এলাকায় যদি জিও-এর 5G নেটওয়ার্ক থাকে তাহলে তিনি বিনামূল্যে সীমাহীন 5G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। দেশের যে কোনও নেটওয়ার্কে প্রতিদিন বিনামূল্যে ১০০ এসএমএস এবং বিনামূল্যে ন্যাশনাল রোমিংয়ের সুবিধাও পাবেন গ্রাহক। Photo- Collected
advertisement
7/7
ইতিমধ্যেই লক্ষ লক্ষ ইউজারের সুবিধার্থে iActivate পরিষেবা চালু করেছে জিও। এর মাধ্যমে ইউজার ঘরে বসেই সিম অ্যাক্টিভেট করতে পারবেন। জিও স্টোরে যেতে হবে না। শুধু তাই নয়, সিম কার্ডের ফ্রি হোম ডেলিভারিও দিচ্ছে জিও। ফলে নতুন জিও সিম কার্ড কেনা থেকে শুরু করে চালু করা পর্যন্ত সব কিছু করা যাবে ঘর থেকেই। Photo- Collected