TRENDING:

Technology Tips: হঠাৎ করে স্মার্টফোনের আওয়াজ কমে গিয়েছে? কী ভাবে হবে সমাধান, জানলেই বাজিমাত

Last Updated:
Technology Tips: স্পিকার পরিষ্কার করার জন্য কোনও নরম টুথব্রাশ অথবা স্পিকার ক্লিনার ব্যবহার করুন।
advertisement
1/5
হঠাৎ করে স্মার্টফোনের আওয়াজ কমে গিয়েছে? কী ভাবে হবে সমাধান, জানলেই বাজিমাত
হঠাৎ করেই আপনার স্মার্টফোনের সাউন্ড কমে গিয়েছে? ফোন ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন? কয়েকটি সহজ উপায়ে হতে পারে সমাধান। জানিয়েছেন স্মার্টফোন বিশেষজ্ঞ বিমল সরকার।
advertisement
2/5
তিনি বলছেন, প্রথমেই স্মার্টফোনের স্পিকার পরিষ্কার করুন। নিয়মিতভাবে স্মার্টফোনের স্পিকার পরিষ্কার রাখুন। তবেই ভাল পারফরম্যান্স পাবেন। স্পিকার পরিষ্কার করার জন্য কোনও নরম টুথব্রাশ অথবা স্পিকার ক্লিনার ব্যবহার করুন। কিন্তু ভুলেও কোনও তরল ব্যবহার করবেন না।
advertisement
3/5
অনেক সময় ফোনের সফটওয়্যার আপডেট না থাকার কারণে এমন সমস্যা দেখা দিতে পারে তাই নোটিফিকেশন পাওয়ার পর যত দ্রুত সম্ভব ফোনের সফটওয়্যার আপডেট করুন অনেক ক্ষেত্রে এই উপায় সাউন্ডের সমস্যা মিটে যায়।
advertisement
4/5
বিমল বাবু বলছেন, অনেক সময় ফোনে সেটিংসে সমস্যা হওয়ার কারণে আওয়াজ কমে যায়। এক্ষেত্রে ফোনের সেটিং অপশনে গিয়ে সাউন্ড এবং ভাইব্রেশন অপশনে ট্যাপ করুন। তারপর দেখুন আপনার সাউন্ড সেটিং ঠিক রয়েছে কি না।
advertisement
5/5
এছাড়াও অনেক ফোনে সাউন্ড এনহান্সমেন্ট ফিচার থাকে। সাউন্ড কমে গেলে এই অপশনটি এনাবেল করে দিন। যদি এই অপশন না থাকে, তাহলে প্লে-স্টোর থেকে সাউন্ড এনহান্সমেন্ট অ্যাপ ডাউনলোড করে নিন। সমস্যার সমাধান পাবেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Technology Tips: হঠাৎ করে স্মার্টফোনের আওয়াজ কমে গিয়েছে? কী ভাবে হবে সমাধান, জানলেই বাজিমাত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল