বাজেট ফোনের খোঁজে আছেন? Flipkart Freedom Sale-এ এই ৬টি স্মার্টফোনে বাম্পার অফার, মিস করবেন না
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
স্বাধীনতা দিবস উপলক্ষে শুরু হয়েছে Flipkart Freedom Sale। এখানে Realme, Vivo, Moto-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোনগুলিতে প্রচুর ছাড় পাওয়া যাচ্ছে। এই সেলে আপনি নিজের পছন্দের ফোনটি কিনতে পারবেন আকর্ষণীয় দামে
advertisement
1/7

সামনেই তো স্বাধীনতা দিবস! আর স্বাধীনতা দিবস উপলক্ষে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে Flipkart Freedom Sale। ফলে প্রচুর ছাড়ে শপিং করতে পারবেন গ্রাহকরা। কারণ তাঁদের জন্য দেওয়া হচ্ছে দারুণ কিছু ডিল। প্রায় প্রতিটি আইটেমের উপরেই মিলবে ছাড়। তবে সবার আগে ফোন সেকশনের সেরা অফারগুলির বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। Flipkart-এ মোবাইল পেজ লাইভে বেশ কিছু ডিল পাওয়া যাবে। যা গ্রাহকদের খরচ অনেকটাই বাঁচিয়ে দেবে। সেলে পাওয়া সেরা ফোনের অফারগুলির বিষয়ে কথা বলা যাক।
advertisement
2/7
সেলে Realme P3 5G-র 8GB RAM মডেলের উপর মিলবে দারুণ অফার। এটি মাত্র ১৪৯৯৯ টাকায় পাওয়া যাবে। Realme P3 5G-তে রয়েছে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে। যার সঙ্গে মিলবে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট সাপোর্টও। এর স্ক্রিনের পিক ব্রাইটনেস হল ২০০০ নিটস। এই ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি এবং একটি ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।
advertisement
3/7
Moto g45-এর 8GB RAM মডেল এই সেলে পাওয়া যাবে মাত্র ১০৯৯৯ টাকায়। যাঁরা ছবি তুলতে ভালবাসেন, তাঁদের জন্য আদর্শ হতে পারে Motorola-র এই ফোনটি। এতে রয়েছে অ্যাডভান্সড ৫০ মেগাপিক্সেল কোয়াড পিক্সেল ক্যামেরা।
advertisement
4/7
Vivo T4x 5G-এর 8GB RAM মডেলটি Flipkart সেলে পাওয়া যাবে মাত্র ১৩৪৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে। Vivo T4X 5G-তে রয়েছে Mediatek Dimensity 7300 চিপসেট। রিয়ারে রয়েছে দুটি ক্যামেরা। এতে রয়েছে f/1.8 অ্যাপারচার-সহ একটি ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা।
advertisement
5/7
Oppo K13x 5G গ্রাহকরা এই সেলে পেয়ে যাবেন মাত্র ১০৯৯৯ টাকায়। Oppo K13x 5G স্মার্টফোনে রয়েছে একটি ড্যুয়াল ক্যামেরা ইউনিট। যার মধ্যে রয়েছে f/1.8 অ্যাপারচার-সহ একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচার-সহ একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর।
advertisement
6/7
Motorola-র Moto g96-এর 8GB RAM মডেল এই সেলে গ্রাহকরা কিনতে পারবেন মাত্র ১৬৯৯৯ টাকায়। এতে রয়েছে 144Hz pOLED ডিসপ্লে-র মতো দারুণ ফিচার। এর পাশাপাশি এতে রয়েছে Snapdragon 7s Gen 2 প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং 5500mAh ব্যাটারি।
advertisement
7/7
Realme P3x-র 6GB RAM মডেলটি এই সেলে কেনা যাবে মাত্র ১১৯৯৯ টাকায়। এতে রয়েছে ৬.৭ ইঞ্চির FHD+ ডিসপ্লে, MediaTek Dimensity 6400 প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ড্যুয়াল ক্যামেরা, 6000mAh ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের মতো দারুণ সব ফিচার