TRENDING:

Flipkart-এ শুরু Black Friday সেল ! কোন স্মার্টফোনগুলিতে মিলছে সব চেয়ে বেশি ছাড়? দেখে নিন

Last Updated:
দেখে নিন, সেলে কোন কোন ফোনগুলিতে রয়েছে ডিসকাউন্ট অফার
advertisement
1/11
Flipkart-এ শুরু Black Friday সেল ! দেখে নিন কোন কোন স্মার্টফোনে থাকছে বিশেষ ছাড়
Flipkart-এ শুরু Black Friday সেল । আর সেই সূত্রেই Xiaomi, Samsung, Oppo, Realme, Apple, Motorola সহ একাধিক ব্র্যান্ডেড স্মার্টফোনে থাকছে আকর্ষণীয় ছাড়। এর পাশাপাশি SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI পেমেন্টে থাকছে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকও। দেখে নিন, সেলে কোন কোন ফোনগুলিতে রয়েছে ডিসকাউন্ট অফার।
advertisement
2/11
Samsung Galaxy S20+ - দাম ৪৯,৯৯৯ টাকা। দেশের বাজারে এই মুহূর্তে অন্যতম সেরা স্মার্টফোন এটি। ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ও ৪,৫০০ mAh ব্যাটারি ব্যাকআপ মন্দ নয়। ফোনে থাকছে Samsung Exyons 990 প্রসেসর।
advertisement
3/11
Samsung Galaxy Note 10+ - এ ক্ষেত্রে ১২ GB ব়্যাম ও ২৫৬ GB স্টোরেজ অপশনে ফোনটির দাম ৫৪,৯৯৯ টাকা। ডিজাইন, আউটলুক হোক ক্যামেরা পারফরম্যান্স, সব দিক দিয়েই ক্রেতাদের চাহিদা মেটাতে সক্ষম এই ফোন। ব্যাটারি ব্যাকআপও মন্দ নয়।
advertisement
4/11
Asus ROG Phone 3 - ফোনের দাম ৪৬,৯৯৯ টাকা। গেমিং স্মার্টফোন সেগমেন্টে এই ফোনটি যথাযথ। এ ক্ষেত্রে ৮ GB ব়্যাম ও ১২৮ GB স্টোরেজ অপশনে পাওয়া যাচ্ছে Asus ROG Phone 3।
advertisement
5/11
Apple iPhone SE (2020) - ফোনটির দাম ৩২,৯৯৯ টাকা। বেসিক ভ্যারিয়েন্টে এই iPhone SE আপনার ইচ্ছে মেটাতে সক্ষম। IP রেটিং, চিপসেট হোক কিংবা প্রাইমারি ক্যামেরা, সবদিক থেকেই ক্রেতাদের নজর কাড়তে সক্ষম এই ফোন।
advertisement
6/11
LG G8X ThinQ - দাম ২৭,৯৯৯ টাকা। ব্ল্যাক ফ্রাইডে সেলে পাওয়া যাচ্ছে এই ফোল্ডেবল স্মার্টফোনও। সাধ্যের দামের মধ্যেই ডুয়াল-স্ক্রিন এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে ফোনটিতে। তাই পছন্দ হলে কিনে নেওয়া যেতে পারে এই LG G8X ThinQ ।
advertisement
7/11
Realme X3 Series - সেলে ভালো ছাড় মিলছে Realme X3 সিরিজে। এ ক্ষেত্রে Realme X3 ফোনের দাম ২২,৯৯৯ টাকা ও Realme X3 SuperZoom ফোনের দাম ২৩,৯৯৯ টাকা। Realme X50-র মতো প্রায় একই ফিচার রয়েছে Realme X3 সিরিজের ফোনে। ফোনগুলিতে থাকছে 4G Snapdragon 855+ SoC।
advertisement
8/11
Samsung Galaxy A70s - ফোনের দাম ১৭,৯৯৯ টাকা। সেলে এই ফোনে অনেকটাই ছাড় পাওয়া যাচ্ছে। ফোনে থাকছে OLED প্যানেল, ট্রিপল ক্যামেরা সেটআপ। এর ব্যাটারি ব্যাকআপও মন্দ নয়।
advertisement
9/11
Realme Narzo 20 Pro - এই ফোনের দাম ১৩,৯৯৯ টাকা। সাধ্যের মধ্যেও এটাও ভালো অপশন হতে পারে। এর কোয়াড ক্যামেরা সেটআপ, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে ক্রেতাদের চাহিদা মেটাতে সক্ষম। সঙ্গে রয়ছে ৬৫ w পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সুবিধাও ।
advertisement
10/11
Moto G9 - ফোনের দাম ৯,৯৯৯ টাকা। ঠিকঠাক বাজেটের মধ্যে ফোন কিনতে হলে, Motorola G9 ভালো অপশন হতে পারে। দেশে অগস্ট মাসে লঞ্চ করেছিল এই ফোন। তখন দাম ছিল ১১,৪৯৯ টাকা।
advertisement
11/11
Google Pixel 4a ও Moto G 5G - সেলে দেখে নেওয়া যেতে পারে এই ফোনগুলিও। এগুলির ক্যামেরা ও ব্যাটারি পারফরম্যান্সও মন্দ নয়। দামও খুব একটা বেশি নয়।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Flipkart-এ শুরু Black Friday সেল ! কোন স্মার্টফোনগুলিতে মিলছে সব চেয়ে বেশি ছাড়? দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল