Flipkart: স্মার্টফোনে ছাড় ৮০%! শুরু হয়ে গিয়েছে ফ্লিপকার্ট বিগ সেভিংস ডে সেল, দেখে নিন কোন মডেলে কত ছাড়
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এই সেলে Poco C55 ফোন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় কম দামে। এক নজরে দেখে নেওয়া যাক তার সমস্ত খুঁটিনাটি।
advertisement
1/7

যাঁরা একটি নতুন ফোন কেনার কথা চিন্তা করছেন, তাঁদের জন্য রয়েছে দারুন সুখবর। কারন জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart নিয়ে এসেছে একটি দারুন অফার। এখানে গ্রাহকদের জন্য শুরু হয়েছে Flipkart Big Billion Days Sale। এই সেলে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে আকর্ষণীয় কম দামে, তালিকায় আছে স্মার্টফোনও। এই সেলে Poco C55 ফোন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় কম দামে। এক নজরে দেখে নেওয়া যাক তার সমস্ত খুঁটিনাটি।
advertisement
2/7
Flipkart-এর সবচেয়ে বড় সেল Big Saving Days আজ থেকে শুরু হয়ে গিয়েছে। এই সেলে গ্রাহকরা ৮০% ছাড়ে কেনাকাটা করতে পারবেন। একই সঙ্গে এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারও দেওয়া হচ্ছে। জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এর এই সেলে বড় সঞ্চয় করা যেতে পারে।
advertisement
3/7
লাইভ ব্যানার থেকে জানা গিয়েছে যে, Poco C55 ফোনটি ৮০% পর্যন্ত ডিসকাউন্টে কেনা যাবে। সংস্থায় সবচেয়ে বেশি বিক্রি হওয়া ল্যাপটপটি এখান থেকে ১৪,৯৯০ টাকায় থেকে কেনা যাবে এবং জনপ্রিয় প্রিন্টারটি ২,১৯৯ টাকায় কেনা যাবে৷
advertisement
4/7
সেরা অফারের অধীনে, Poco C55 ফোন খুবই কম দামে উপলব্ধ করা হচ্ছে। Flipkart-এর লাইভ ব্যানারে প্রকাশ করা হয়েছে যে Poco C55 ফোন ১১,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ৭,৯৯৯ টাকায় উপলব্ধ করা হচ্ছে। ফোনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং Helio G85 প্রসেসর। এক নজরে দেখে নেওয়া যাক এর ফিচার।
advertisement
5/7
Poco C55 ফোনে ১২০Hz টাচ স্যাম্পলিং রেট এবং ৬০Hz রিফ্রেশ রেট সহ একটি ৬.৭১ ইঞ্চির HD+ (৭২০x১৬৫০ পিক্সেল) LCD ডিসপ্লে রয়েছে। ক্যামেরা হিসেবে ফোনের পিছনে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি সেকেন্ডারি ক্যামেরাও দেওয়া হয়েছে।
advertisement
6/7
সেলফি তোলার জন্য ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এর ইন্টারনাল মেমরি ৬৪GB পর্যন্ত, যা একটি কার্ডের সাহায্যে ১TB পর্যন্ত বাড়ানো যায়। নিরাপত্তার জন্য এই ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
advertisement
7/7
Poco C55 ফোনে ১০W চার্জিং সাপোর্ট সহ একটি ৫০০০ mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP52 রেটযুক্ত। কানেকটিভিটির দিক থেকে এতে Wi-Fi, 4G, ব্লুটুথ 5.1, GPS এবং মাইক্রো-USB সাপোর্ট রয়েছে।