Flipkart Big Billion Days Sale 2023: ৮০ শতাংশ পর্যন্ত ছাড়! Flipkart Big Billion সেলে কোন ব্র্যান্ড কত ছাড় দেবে ক্রেতাদের? দেখে নিন এক নজরে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Flipkart big billion days sale 2023: আগামী ১ অক্টোবর প্রকাশ করা হবে কেমন ডিল পাওয়া যাবে iPhone-এ। Samsung এবং Realme ফোনের ডিলগুলিও যথাক্রমে ৩ অক্টোবর এবং ৬ অক্টোবর লাইভ জানানো হবে।
advertisement
1/8

*এগিয়ে আসছে উৎসবের মরশুম। আর কয়েকদিনের মধ্যেই দুর্গোৎসব, তারপর দীপাবলি। সারা ভারতে সাজ সাজ রব। শুরু হয়ে গিয়েছেন কেনাকাটা। কেউ কেউ শুরু করবেন আর কয়েকদিনের মধ্যেই। তাই নানা স্থানীয় বাজারের পাশাপাশি সেজে উঠছে ই-কমার্স সংস্থাগুলি। এক একটি সংস্থায় শুরু হচ্ছে নানা রকম ছাড়ের অফার।
advertisement
2/8
*Flipkart-এ শুরু হতে চলেছে Big Billion Days Sale। সারা ভারতে এটিকে সবচেয়ে বড় ই-কমার্স ইভেন্ট বলে মনে করা হয়। গত কয়েক বছরের পরিসংখ্যান থেকে বোঝা যায়, এ বারও গ্রাহকেরা যেকোনও কেনাকাটায় পেতে পারেন ব্যাঙ্ক ছাড়, ক্যাশব্যাকের মতো আকর্ষণীয় অফার।
advertisement
3/8
*দামের উপর ছাড় তো থাকছেই। এই বিশেষ ছাড়ে গ্রাহকদের পোশাক, ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স, অ্যাকসেসারিজ-সহ অনেক কিছুতেই অর্থ সাশ্রয়ের সুযোগ দেবে সংস্থা।
advertisement
4/8
*দীপাবলির আগে Flipkart-এর Big Billion Days সেল শুরু হতে চলেছে। এই সেলে বাম্পার ছাড়, ক্যাশব্যাক এবং ব্যাঙ্ক ছাড় পাওয়া যাবে। গ্রাহকরা কম দামে মোবাইল, জামাকাপড়, ইলেকট্রনিকস এবং অন্য জিনিসপত্র ক্রয় করতে পারবেন।
advertisement
5/8
*শুধু তাই নয়, দারুন সুযোগ পাওয়া যাবে পুরনো জিনিসপত্র বদলে নেওয়ার। Flipkart ঘোষণা করেছে এই সেলের কথা। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবরের মধ্যেই পাওয়া যাবে এই বিশেষ ছাড়।
advertisement
6/8
*সংস্থার নিজস্ব টিজার থেকে বোঝা যাচ্ছে, আগামী ১ অক্টোবর প্রকাশ করা হবে কেমন ডিল পাওয়া যাবে iPhone-এ। Samsung এবং Realme ফোনের ডিলগুলিও যথাক্রমে ৩ অক্টোবর এবং ৬ অক্টোবর লাইভ জানানো হবে। একই সঙ্গে Redmi ব্যবহারকারীদের আগামী ৭ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ৮ অক্টোবর Oppo ডিল জানা যাবে।
advertisement
7/8
*ল্যাপটপ এবং স্মার্টওয়াচে ৫০ থেকে ৮০ শতাংশ ছাড় দেওয়া হবে। জানা গিয়েছে, ইয়ারফোনের দাম শুরু হতে পারে ৪৯৯ টাকা থেকে। মাত্র ৯৯ টাকা থেকে শুরু হতে পারে কি-বোর্ড।
advertisement
8/8
*ওয়াইডস্ক্রিন মনিটরে পাওযা যাবে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। প্রিন্টারে মিলবে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। কিছু জনপ্রিয় স্মার্টটিভির ক্ষেত্রে দেওয়া হতে পারে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়।