TRENDING:

Flipkart Big Billion Day Sale 2023: মোবাইল-পোশাক-ব্যাগ-জুতোয় ৫০ শতাংশ ছাড়! Flipkart Big Billion Day সেল কবে শুরু? জানুন বিস্তারিত

Last Updated:
Flipkart Big Billion Day Sale 2023: Flipkart-এও শুরু হতে চলেছে Big Billion Days Sale। সারা ভারতে এটিকে সবচেয়ে বড় ই-কমার্স ইভেন্ট...
advertisement
1/9
মোবাইল-পোশাক-ব্যাগ-জুতোয় ৫০ শতাংশ ছাড়! Flipkart Big Billion Day সেল কবে শুরু?
*এগিয়ে আসছে উৎসবের মরশুম। ইতিমধ্যে গণেশ উৎসব শুরু হয়ে গিয়েছে মহারাষ্ট্রে। আর কয়েকদিনের মধ্যেই দুর্গোৎসব, তারপর দীপাবলি। সারা ভারতে সাজ সাজ রব। সংগৃহীত ছবি। 
advertisement
2/9
*অনেকেই শুরু করে দিয়েছেন কেনাকাটা। কেউ কেউ শুরু করবেন আর কয়েকদিনের মধ্যেই। তাই নানা স্থানীয় বাজারের পাশাপাশি সেজে উঠছে ই-কমার্স সংস্থাগুলি। এক একটি সংস্থায় শুরু হচ্ছে নানা রকম ছাড়ের অফার। সংগৃহীত ছবি। 
advertisement
3/9
*Flipkart-এ শুরু হতে চলেছে Big Billion Days Sale। সারা ভারতে এটিকে সবচেয়ে বড় ই-কমার্স ইভেন্ট বলে মনে করা হয়। গত কয়েক বছরের পরিসংখ্যান থেকে বোঝা যায়, এ বারও গ্রাহকেরা যে কোনও কেনাকাটায় পেতে পারেন ব্যাঙ্ক ডিসকাউন্ট, ক্যাশব্যাকের মতো আকর্ষণীয় অফার। সংগৃহীত ছবি। 
advertisement
4/9
*দামের উপর ছাড় তো থাকছেই। এই বিশেষ ছাড়ে গ্রাহকদের পোশাক, ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স, অ্যাকসেসারিজ-সহ অনেক কিছুতেই অর্থ সাশ্রয়ের সুযোগ দেবে সংস্থা। সংগৃহীত ছবি। 
advertisement
5/9
*সূত্রের খবর, আগামী ৩ অক্টোবর থেকে ১০ অক্টোবরের মধ্যে Big Billion Day সেল শুরু হতে চলেছে। যদিও Flipkart-এর তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি। সংগৃহীত ছবি। 
advertisement
6/9
*কোন কোন পণ্যে ছাড় মিলবে: Flipkart Big Billion Days সেল-এ গ্রাহকরা পেতে পারেন আসবাব, ইলেকট্রনিকস, ফ্যাশন, হোম অ্যাপ্লায়েন্স, বিউটি-সহ প্রায় সমস্ত ধরনের পণ্যের উপর বড়সড় ছাড়। Samsung, apple, Oneplus-সহ একাধিক শীর্ষস্থানীয় সংস্থার পণ্যে পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়। সংগৃহীত ছবি। 
advertisement
7/9
*২০২৩ সালের Big Billion Days সেলের জন্য অপেক্ষা করছিলেন Flipkart গ্রহকরা। আগেও এই সেলে উপকৃত হয়েছেন গ্রাহকেরা। আগে Flipkart-র বিশেষ সেলে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে। ফলে গ্রাহকদের প্রত্যাশা থাকছেই। সংগৃহীত ছবি। 
advertisement
8/9
*শুধু তাই নয়, এর আগে ফ্ল্যাশসেল-ও দিয়েছে Flipkart। সেখানে এমনকী iPhone-এও ছাড় পাওয়া গিয়েছিল। এর উপর ছিল EMI, এক্সচেঞ্জ অফার এবং সরাসরি দামে ছাড়। সংগৃহীত ছবি। 
advertisement
9/9
*ইতিমধ্যেই Flipkart big billion day sale-র টিজার প্রকাশ করেছে হোম পেজে। দীপাবলির আগেই এই অফার মানুষের মধ্যে খুবই জনপ্রিয়। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Flipkart Big Billion Day Sale 2023: মোবাইল-পোশাক-ব্যাগ-জুতোয় ৫০ শতাংশ ছাড়! Flipkart Big Billion Day সেল কবে শুরু? জানুন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল