TRENDING:

Affordable Flip Phones: ফ্লিপ-স্টাইল স্মার্টফোন কিনতে চাইছেন? অথচ সাধ্যে কুলোচ্ছে না? চিন্তা নেই! দেখে নিন সস্তা দামের কিছু ফোল্ডেবল ফোনের তালিকা

Last Updated:
Affordable Flip Phones: ভারতের বাজারে এখন কম দামেও বেশ কিছু ফোল্ডেবল ফোন পাওয়া যাচ্ছে। আর সেগুলির দাম কিন্তু Samsung Galaxy Z Flip 6, Motorola Razr 60 Ultra-র মতো ফ্ল্যাগশিপ ফোনের থেকেও কম।
advertisement
1/5
ফ্লিপ স্মার্টফোন কিনতে চাইছেন? সাধ্যে কুলোচ্ছে না? দেখে নিন সস্তা দামের ফোনের তালিকা
অনেকেই স্টাইলিশ স্মার্টফোন ব্যবহার করতে পছন্দ করেন। এদিকে বাজারে রয়েছে বেশ কিছু ফ্লিপ-স্টাইল স্মার্টফোনও। কিন্তু অনেকেই ফ্লিপ-স্টাইল স্মার্টফোন ব্যবহার করার ইচ্ছা থাকলেও সাধ্যের কারণে পিছিয়ে আসেন। তবে এই ভুল ধারণা ভাঙার সময় এসে গিয়েছে। আসলে ভারতের বাজারে এখন কম দামেও বেশ কিছু ফোল্ডেবল ফোন পাওয়া যাচ্ছে। আর সেগুলির দাম কিন্তু Samsung Galaxy Z Flip 6, Motorola Razr 60 Ultra-র মতো ফ্ল্যাগশিপ ফোনের থেকেও কম। ভারতে ক্রয়যোগ্য ৪টি সবথেকে সাশ্রয়ী ফ্লিপ ফোনের তালিকা একনজরে দেখে নেওয়া যাক। ভারতে সবথেকে সাশ্রয়ী ৪টি ফ্লিপ ফোন:
advertisement
2/5
Motorola Razr 50: Razr 50 Ultra মডেলের বিকল্প হিসেবে গত বছরই লঞ্চ করা হয়েছিল এই স্মার্টফোন। এই ফোল্ডেবল ফোনটি Snapdragon 8 Gen 1 প্রসেসর দ্বারা চালিত হয়। এর সঙ্গে রয়েছে 8GB RAM। প্রতিদিনকার ব্যবহারের জন্য এর পারফরম্যান্স দুর্ধর্ষ। এর আউটার ডিসপ্লেটি ৩.৬ ইঞ্চির। আর মেন ডিসপ্লেটি ৬.৯ ইঞ্চি pOLED। এর পাশাপাশি ই-কমার্স প্ল্যাটফর্মে ৫০ হাজার টাকার কমেই পাওয়া যাবে এই Motorola Razr 50 স্মার্টফোন।
advertisement
3/5
Infinix Zero Flip:  এই তালিকায় থাকা আরও একটি সস্তার ফ্লিপ ফোন হল Infinix Zero Flip। যা গত বছর বাজারে আনা হয়েছিল। এই স্মার্টফোনে রয়েছে কিছু দুর্ধর্ষ ফিচার। যার মধ্যে অন্যতম হল একটি MediaTek Dimensity 8020 চিপ, একটি 4720 mAh Lithium-ion Polymer Battery এবং আরও নানা কিছু। Infinix Zero Flip-এর সাহায্যে দুর্ধর্ষ ফটোগ্রাফিও করতে পারবেন ব্যবহারকারীরা। কারণ এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ড্যুয়াল রিয়ার ক্যামেরা। Amazon-এ মাত্র ৪৫৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Infinix Zero Flip স্মার্টফোন।
advertisement
4/5
TECNO Phantom V Flip 2: এই তালিকায় থাকা পরবর্তী সাশ্রয়ী স্মার্টফোনটি হল TECNO Phantom V Flip 2। এর স্লিক এবং অনন্য ডিজাইন রীতিমতো চোখ ধাঁধিয়ে দেবে। এই স্মার্টফোনে রয়েছে একটি এরোস্পেস-গ্রেড হিঞ্জের সঙ্গে এনহ্যান্সড ডিউরেবিলিটি এবং Corning Gorilla Glass 8-এর মতো দারুণ ফিচার। এতে রয়েছে MediaTek Dimensity 8020 প্রসেসর। যা মসৃণ পারফরম্যান্সের জন্য দায়ী। বর্তমানে Amazon-এ মাত্র ৫৪৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এই স্মার্টফোনটি।
advertisement
5/5
Samsung Galaxy Z Flip 5: যাঁরা একটু প্রিমিয়াম কিছুর সন্ধান করছেন, তাঁরা আগের প্রজন্মের Samsung-এর ফোল্ডেবল Galaxy Z Flip 5 কিনতে পারেন। এই ফোন Amazon-এ মিলছে মাত্র ৭০০০০ টাকায়। এতে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 2। যা ফ্ল্যাগশিপ পারফরম্যান্স প্রদান করে। এর পাশাপাশি এতে রয়েছে প্রিমিয়াম বিল্ড এবং শক্তিশালী ক্যামেরা সেট-আপ।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Affordable Flip Phones: ফ্লিপ-স্টাইল স্মার্টফোন কিনতে চাইছেন? অথচ সাধ্যে কুলোচ্ছে না? চিন্তা নেই! দেখে নিন সস্তা দামের কিছু ফোল্ডেবল ফোনের তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল