Electricity Bill Reducing Tips: লাফিয়ে লাফিয়ে কমবে ইলেকট্রিক বিল! শুধু মাথায় রাখুন এই সহজ ৫ টিপস
- Published by:Sayani Rana
Last Updated:
গৃহস্থালীর খরচের একটি বড় অংশ যায় বিদ্যুতের বিলে। বিদ্যুৎ বিল কমাতে হলে ছোট ছোট কিছু পরিবর্তন করে করা যেতে পারে। তাতে বেশ কিছুটা হলেও কম আসবে বিদ্যুৎ বিল।
advertisement
1/5

অনেকেই এসি বা টিভি ইত্যাদি কেবল রিমোট ব্যবহার করেই অফ করে রেখে দেওয়ার অভ্যাস রয়েছে। তবে এটি করা উচিত নয়। সুইচ বোর্ড থেকে এটি বন্ধ করা উচিত। যন্ত্রপাতি স্ট্যান্ডবাই মোডে থাকলেও বিদ্যুৎ খরচ অব্যাহত থাকে। (Image- UnSplash)
advertisement
2/5
হোম অ্যাপ্লায়েন্স কেনার সময়ও কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, ইলেকট্রনিক পণ্যের কেনার সময় ৩ বা ৫ স্টার রেটিং আছে কিনা তা দেখে কিনতে হবে। কারণ, রেটিং যত বেশি হবে, বিদ্যুৎ সাশ্রয়ে তত বেশি সাহায্য করবে। একইভাবে, আপনি যদি একটি সিলিং ফ্যান কিনে থাকেন তবে এই ফ্যানগুলিতে বিএলডিসি মোটর আছে কিনা দেখে নেবেন। পাশাপাশি, ইনভার্টার এসি নন-ইনভার্টারগুলির তুলনায় বেশি বিদ্যুৎ সাশ্রয় করে। (Image- UnSplash)
advertisement
3/5
ঘরে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিকে সঠিক ভাবে ব্যবহার করলেই প্রচুর বিদ্যুৎ সাশ্রয় করা যাবে। যেমন এসি ২৪ ডিগ্রিতে, গিজারের তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রিতে রাখুন। ঋতু অনুযায়ী রেফ্রিজারেটারে সঠিক মোডে ব্যবহার করুন। (Image- UnSplash)
advertisement
4/5
যখনই আপনি ঘর থেকে বাইরে যাবেন, ঘরের লাইট ও পাখা বন্ধ করে বেরোবেন। অনেকেই ঘর থেকে বের হওয়ার সময় অনেকেই সুইছ অন রেখেই বেরিয়ে যায়। (Image- UnSplash)
advertisement
5/5
বাড়িতে অনেক জায়গায় আলোর বাল্ব লাগানো থাকে, তবে পুরোনো বাল্বগুলি থেকে অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়। পুরোনো বাল্বগুলি বদলে LED বাল্ব ব্যবহার করলে কিছুটা সাশ্রয় হতে পারে। (Image- UnSplash)