১৫ হাজার টাকার Fire Boltt স্মার্টওয়াচ এখন ১৫০০ টাকায়! বিরাট অফার! মিস করবেন না!
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Fire Boltt Ninja Call Pro Max স্মার্টওয়াচ নিঃসন্দেহে যাঁরা স্মার্টওয়াচ কেনার পরিকল্পনা করছেন, তাঁদের প্রথম পছন্দ হয়ে উঠতেই পারে।
advertisement
1/6

প্রাথমিক ভাবে খবরটা অবিশ্বাস্য বলেই মনে হবে, মেনে নিতে মন চাইবে না। কিন্তু ইলেকট্রনিক পণ্যের দুনিয়ায় যদি ডিসকাউন্টের কথা নিয়ে আলোচনা হয়, তাহলে কিছুই যে অসম্ভব নয়, সে তো আমরা হালে আকছার দেখছি। photo source collected
advertisement
2/6
টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, স্মার্টফোন- সবেতেই রোজ কোথও না কোথাও চলছে ঢালাও ছাড়ের মেলা। ই-কমার্স সাইটগুলো রীতিমতো যুদ্ধে নেমেছে নিজেদের মধ্যে- কে কত কমে ক্রেতা টানতে পারবে! এই যদি অবস্থা হয় বাজারের, তাহলে এই ছাড়ের প্রবণতা স্মার্টওয়াচের ক্ষেত্রেই বা আসবে না কেন!photo source collected
advertisement
3/6
আসলে যে দিন থেকে স্মার্টওয়াচে ফিটনেস যোগ করা হয়েছে, সে দিন থেকেই এক ধাক্কায় এর জনপ্রিয়তা গিয়েছে বেড়ে। তরুণ প্রজন্ম থেকে প্রবীণ প্রজন্ম- অনেকেরই এখন দৈনন্দিন জীবনযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ এই স্মার্টওয়াচ। যার ফিটনেস ফিচার যত বেশি, তার কদরও ক্রেতার দরবারে তত বেশি। সেই দিক থেকে দেখলে Fire Boltt Ninja Call Pro Max স্মার্টওয়াচ নিঃসন্দেহে যাঁরা স্মার্টওয়াচ কেনার পরিকল্পনা করছেন, তাঁদের প্রথম পছন্দ হয়ে উঠতেই পারে।photo source collected
advertisement
4/6
কেন, সেই বিষয়ে সবার আগে দামের কথাটা সেরে নেওয়া যাক। Fire Boltt Ninja Call Pro Max-এর আসল দাম ১৪৯৯৯ টাকা। অনেকটাই বেশি, তাই না? কিন্তু এখন তো এই স্মার্টওয়াচের দাম ছাড় দিয়ে নেমে এসেছে ১৪৯৯ টাকায়। বিষয়টা স্বস্তির, এবার তাহলে ফিচারগুলোতেও আলগা চোখ রাখা যাক।photo source collected
advertisement
5/6
ব্লুটুথ কলিংয়ের সুবিধা রয়েছে Fire Boltt Ninja Call Pro Max-এ, সঙ্গে আছে ১২০ রকমের স্পোর্টস মোড। ভয়েস অ্যাসিস্ট্যান্ট, হার্ট মনিটর, SpO2 মনিটর, স্মার্ট নোটিফিকেশন এর কদর বাড়িয়েছে বাজারে। হবে না-ই বা কেন, ক্যামেরা আর মিউজিকও যে কন্ট্রোল করা যাবে এর মাধ্যমে।photo source collected
advertisement
6/6
২.০১ ইঞ্চির বড়সড় AMOLED ডিসপ্লে, ১৫ দিনের ব্যাটারি লাইফ, IP67 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স ফিচারও একে করে তুলেছে অনবদ্য সঙ্গে রয়েছে পাঁচ কালার অপশন- ব্ল্যাক, পিঙ্ক, ম্যাট হোয়াইট, ব্রাউন হোক বা ব্লু- ক্রেতার ফ্যাশন স্টেটমেন্টেও এক আলাদা মাত্রা যোগ করবে।photo source collected